তুরস্কে ১০ হাজার ‘মোবাইল বাড়ি’, ফিল্ড হাসপাতাল পাঠাচ্ছে কাতার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০৮:৪৪ পিএম

তুরস্কে ১০ হাজার ‘মোবাইল বাড়ি’, ফিল্ড হাসপাতাল পাঠাচ্ছে কাতার

শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে পড়েছে তুরস্ক। উদ্ধার কাজ চলছে। প্রতিমুহূর্তে বেড়ে চলেছে মৃত্যুসংখ্যা। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা তুরস্ককে সহায়তার প্রস্তাব দিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বিষয়টি স্বীকার করে বলেছেন বিশ্বের ৭০টি দেশ তাদের সহায়তার প্রস্তাব দিয়েছে। এসব দেশের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের প্রস্তাবও রয়েছে।

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের সহায়তায় ১০ হাজার মোবাইল বাড়ি ও ১২০ জন উদ্ধারকর্মী পাঠাচ্ছে কাতার। এছাড়াও একটি ফিল্ড হাসপাতালের সরঞ্জাম এবং মানবিক সহায়তা পাঠানো হচ্ছে ওই দেশটিতে।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক স্টেফানি ডেকার এ তথ্য জানিয়েছেন।

কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে আল জাজিরার ওই সাংবাদিক বলেন, “আমরা সি-১৩০ মডেলের একটি বিমানে আছি যেটি তুরস্কের উদ্দেশ্যে রওনা হবে। এর ক্রুরা মোবাইল বাড়ি স্থাপন কার্যক্রমে অংশ নেবে।”

উদ্ধারকর্মী ও মেডিক্যাল টিম থাকার বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, “বিধ্বস্ত দেশ দুটিতে জীবিতদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিমানে অন্য সরঞ্জামও রয়েছে। আমরা দক্ষিণ-পূর্বের একটি বিমানবন্দরে যাব যেটি এখন বন্ধ রয়েছে।”

Link copied!