তুরস্কের নতুন মন্ত্রিসভা: ভাইস প্রেসিডেন্ট ইলমাজ, ফিদান পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৪, ২০২৩, ০৪:৩৪ পিএম

তুরস্কের নতুন মন্ত্রিসভা: ভাইস প্রেসিডেন্ট ইলমাজ, ফিদান পররাষ্ট্রমন্ত্রী

তৃতীয় মেয়াদে শপথ নেওয়ার পরই নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় শপথ নেওয়ার পরই তিনি নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন।

এরদোয়ানের নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হাকান ফিদান আর অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব সামলানোর ভঅর পড়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ও সাবেক ব্যাংকার মেহমেত সিমসেক।

মেহমেত ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত তুরস্কের অর্থমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ওই সময় তিনি দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। বর্তমানে  উচ্চ মুদ্রাস্ফীতি সত্ত্বেও সুদের হার কমিয়ে আনা ও বাজারের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে নিয়ে আসার জন্য তার ওপর ভরসা রাখলেন তুর্কি প্রেসিডেন্ট।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ১৮ সদস্যের নতুন মন্ত্রিসভায় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সেভডেত ইলমাজ। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আলী ইয়ারলিকায়া।

তুরস্কের চিফ অব জেনারেল স্টাফ ইয়াসার গুলার হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী হয়েছেন ইউসুফ তেকিন। আইনমন্ত্রীর হয়েছেন ইলমাজ তুনশি। পরিবার ও সমাজসেবামন্ত্রী মাহিনুর ওজদেমি,  যুব ও ক্রীড়ামন্ত্রী ওসমান আসকিন, স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা।  

এ ছাড়া সংস্কৃতি ও পর্যটনমন্ত্রীর হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহমেত নুরি ইরসয়। শিল্প ও প্রযুক্তিমন্ত্রী হয়েছের মেহমেত ফাতিহ কাসির, কৃষি ও বনমন্ত্রী হয়েছে ইব্রাহিম ইয়ামাকলি, বাণিজ্যমন্ত্রী ওমন বোলাত, পরিবহণ ও অবকাঠামো মন্ত্রী হয়েছেন আব্দুল কাদির উরাগলু।

প্রসঙ্গত, তুরস্কে গত ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় ২৮ মে  ঐতিহাসিক রান অফ নির্বাচনে ৫২ দশমিক ১২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন এরদোয়ান। অন্যদিকে কামাল কিলিচদারোগলু পান ৪৭ দশমিক ৮৮ শতাংশ ভোট। ফলে তৃতীয় দফায় তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এরদোয়ান। ওই নির্বাচনে এরদোয়ানের বিরুদ্ধে লড়েছে ছয়টি বিরোধী দলের জোট ন্যাশনাল এলায়েন্স। নেতৃত্বে ছিলেন আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের প্রতিষ্ঠিত প্রাচীন দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)র নেতা কামাল কিলিচদারোগলু।

Link copied!