তেলের জন্য পুতিনের দ্বারস্থ হলেন রাজাপাকসে

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৭, ২০২২, ০৬:৩৯ পিএম

তেলের জন্য পুতিনের দ্বারস্থ হলেন রাজাপাকসে

জ্বালানি আমদানির ক্ষেত্রে সহায়তার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহায়তা চেয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে রুশ নেতার সঙ্গে তার আলোচনার প্রতি ইঙ্গিত করে এক টুইট বার্তায় লিখেছেন, ‘আমি জ্বালানি আমদানির জন্য ঋণ সহায়তার প্রস্তাবের অনুরোধ করেছি’।

তিনি আরও জানান, মস্কো-কলম্বো ফ্লাইট চালু করতে তিনি প্রেসিডেন্ট পুতিনকে ‘বিনীতভাবে’ অনুরোধ করেছেন। পাওনা পরিশোধের বিতর্কে গত মাসে শ্রীলঙ্কার একটি আদালত স্বল্প সময়ের জন্য রাশিয়ার পতাকাবাহী একটি প্লেন আটকের পর এই ফ্লাইট বাতিল করা হয়।

বিবিসি এ তথ্য জানিয়েছে।

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সবচেয়ে শোচনীয় অর্থনৈতিক সংকট পার করছে শ্রীলঙ্কা। পেট্রোলের রিজার্ভ দ্রুত ফুরিয়ে আসছে বলে শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী সতর্ক করার পর এ খবর এলো।

রাজাপাকসে বলেন, “আমরা সর্বসম্মতিক্রমে সম্মত হয়েছি পর্যটন, বাণিজ্য এবং সংস্কৃতির মতো খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা আমাদের দুই দেশের বন্ধুত্বকে আরও শক্তিশালী করার সবচেয়ে ভালো উপায়।”

Link copied!