দিল্লিতে বাণিজ্যিক ভবনে অগ্নিকান্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৭

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৪, ২০২২, ১১:০৫ এএম

দিল্লিতে বাণিজ্যিক ভবনে অগ্নিকান্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৭

দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকান্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িঁয়েছে ২৭ জনে। শনিবার ক্ষতিগ্রস্ত ভবনটি থেকে অন্তত ৫০ জনকে উদ্ধার করা হয়। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

এখনও একটি তলায় তল্লাশি চালানো বাকি রয়েছে। তবে কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন দিল্লি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। পুলিশের ডেপুটি কমিশনার সামির শার্মা জানিয়েছেন, ৪ তলা ভবনের প্রথম তলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। প্রথম তলায় একটি সিসিটিভি ও রাউটার সামগ্রির দোকান রয়েছে। ভবন নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ভবনটির জন্য মাত্র ১টি সিড়ি থাকাতেই অনেকেই দ্রুত বের হতে না পারায় মৃত্যের সংখ্যা বেশি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।   

Link copied!