দিশা রবির জামিন মঞ্জুর

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২১, ১২:০৩ পিএম

দিশা রবির জামিন মঞ্জুর

কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে টুইটারে ‘টুলকিট’ শেয়ার করার অভিযোগে গ্রেপ্তার হওয়া ভারতীয় পরিবেশকর্মী দিশা রবি জামিন পেয়েছেন। মঙ্গলবার পাটিয়ালা হাউস কোর্টের বিচারপতি ধর্মেন্দ্র রানা তার জামিন মঞ্জুর করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই টুলকিট শেয়ার করায়, দিশার বিরুদ্ধে ‘দেশদ্রোহিতাকে প্রশ্রয় দেওয়া হয়েছে’ বলে অভিযোগ করে দিল্লি পুলিশের সাইবার সেল। তাদের দাবি, ভারতের বিরুদ্ধে অসন্তোষ তৈরির জন্য 'পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশনের' নামে একটি ‘খলিস্তানপন্থী’ গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়েছেন দিশা।

বিচারক ধর্মেন্দ্র রানা দিল্লি পুলিশের কাছে জানতে চান, দিশার সঙ্গে ২৬ জানুয়ারি কৃষক বিক্ষোভে সহিংসতার সংযোগ রয়েছে কি না? এ বিষয়ে কী প্রমাণ রয়েছে তাদের কাছে? দিল্লি পুলিশ কোনও  প্রমাণ দিতে পারেনি। তাদের তরফে দাবি করা হয়, “ষড়যন্ত্র প্রমাণের জন্য পারিপার্শ্বিক প্রমাণই ভরসা।” বিচারক দিশার জামিন আবেদন মঞ্জুর করে বলেন ‘অত্যন্ত সামান্য এবং ভাসাভাসা প্রমাণ থাকার বিষয়টি বিবেচনা করে ২২ বছরের মেয়ের জামিনের অধিকার ভঙ্গ করার কোনও উপযুক্ত কারণ পেলাম না। যার অপরাধের কোনও ইতিহাস নেই।’

উল্লেখ্য, বিশ্বের পরিবেশ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ ভারতের কৃষক আন্দোলনকে সমর্তন করে একটি ‘টুলকিট’ শেয়ার করার পর থেকেই এই বিতর্ক শুরু হয়। সেই টুলকিট শেয়ার করায় বেঙ্গালুরু থেকে আটক করা হয় পরিবেশকর্মী দিশা রবিকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

Link copied!