দুই জেনারেলের ক্ষমতার লড়াইয়ে মেতে থাকার কোনো অধিকার নেই: জাতিসংঘ মহাসচিব

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৩, ১১:৫৯ পিএম

দুই জেনারেলের ক্ষমতার লড়াইয়ে মেতে থাকার কোনো অধিকার নেই: জাতিসংঘ মহাসচিব

সুদানে টানা তিন সপ্তাহ ধরে চলছে দুই জেনারেলের ক্ষমতা দখলের লড়াই। ক্ষমতার দ্বন্দ্বে দেশটির সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যে চলা লড়াই গতকাল মঙ্গলবার ১১তম দিনে গড়িয়েছে। রাষ্ট্র শাসনে নিজেদের প্রভাব বজায় রাখতে সাধারণ জনগণের কথা ভাবার সময় নেই কারও।

দেশের এমন দুরবস্থার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সুদান ভেঙে পড়ছে বলে সতর্ক করেছেন।

শনিবার সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের দুঃসময়ে, দেশ যখন ভেঙে পড়ছে তখন দুই জেনারেলের ক্ষমতার লড়াইয়ে মেতে থাকার কোনো অধিকার নেই। সংঘর্ষের মধ্যে দেশের উপজাতিরা নিজেদের সশস্ত্র করার চেষ্টা করছে বলে জানান তিনি।

জাতিসংঘের সংস্থাগুলো বলছে, খাবার, সুপেয় পানীয়, ওষুধ ও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহও সীমিত। জিনিসপত্রের দাম আকাশচুম্বী। বাসিন্দারা বলছেন, মিসরে যাওয়ার বাস টিকিটের দাম ছয় গুণ বেড়ে ৩৪০ ডলারে গিয়ে ঠেকেছে।

এই লড়াইয়ে ৪২৭ জন নিহত ও ৩ হাজার ৭০০ জনের বেশি আহত হয়েছেন বলে জাতিসংঘের সংস্থাগুলো বলছে। অবশ্য লড়াই অব্যাহত থাকলেও হতাহতের এই পরিসংখ্যান গত দুই দিন একই জায়গায় স্থির রয়েছে।

দুই পক্ষের লড়াইয়ে ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে রাজধানী খার্তুম। বিদ্যুৎ ও পানির অভাবে মানবিক সংকট দেখা দিয়েছে। অস্ত্রবিরতির সুযোগে বিদেশিদের পাশাপাশি দেশ ছাড়তে শুরু করেছেন সুদানের নাগরিকেরাও।

Link copied!