দুই মাস পর সাংহাইয়ের লকডাউন শিথিল

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১, ২০২২, ০৭:২৭ পিএম

দুই মাস পর সাংহাইয়ের লকডাউন শিথিল

চীনের অর্থনৈতিক প্রাণকেন্দ্র এবং বিশ্বের অন্যতম বাণিজ্যিক কেন্দ্রে সাংহাইয়ে দুই মাসের টানা লকডাউনের পর কোভিড বিধিনিষেধ শিথিল হয়েছে।

বিবিসি জানিয়েছে, আড়াই কোটি বাসিন্দার শহরটিতে স্থানীয় সময় বুধবার প্রথম প্রহর থেকে লকডাউনের নিয়মকানুন শিথিল হওয়ায় বেশিরভাগ মানুষই এখন অবাধে চলাচলের সুযোগ পাচ্ছেন।

তবে শহরটির সাড়ে ৬ লাখ বাসিন্দাকে আরও কিছুদিন ঘরবন্দি থাকতে হবে।

বিধিনিষেধ শিথিল হলেও চীনের ‘শূন্য কোভিড’ নীতি বজায় আছে এবং যাদের দেহে কোভিড শনাক্ত হচ্ছে, তাদের হয় কোয়ারেন্টিনে নয়তো হাসপাতালে যেতে হচ্ছে।

আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে সরিয়ে নেওয়ার পাশাপাশি আক্রান্তরা যেখানে থাকতেন, সেখানে ফের লকডাউন দেওয়ার নিয়মও চালু থাকছে।

Link copied!