দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ডুবে যাওয়া জাপানি জাহাজের সন্ধান মিলেছে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৩, ০৬:৩৫ পিএম

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ডুবে যাওয়া জাপানি জাহাজের সন্ধান মিলেছে

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় বন্দী যোদ্ধাদের বহনকারী জাপানের একটি ডুবে যাওয়া জাহাজের সন্ধান পেয়েছে অস্ট্রেলিয়া।৮৬৪ অস্ট্রেলিয় নাগরিক নিয়ে ওই জাহাজডুবির ঘটনার ৮১ বছর পর দক্ষিণ চীন সাগরে নৌযানটি পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সরকার।  

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্সের শনিবারের প্রতেবেদনে এ তথ্য জানা গেছে।

 

অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে,ডুবে যাওয়া জাপানিজ জাহাজটি সাগরের চার হাজার মিটারেরও বেশি তলদেশে পাওয়া গেছে।অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত অলাভজনক একটি সামুদ্রিক প্রত্নতত্ত্ব সংস্থা ওই জাহাজটিকে খুঁজে পেয়েছে। জাহাজটি ডুবে যাওয়ার সময় সৈন্যসহ এক হাজারেরও বেশি মানুষ ও গৃহপালিত অনেক পশু জাহাজটিতে ছিল।

জাহাজের সন্ধান পাওয়ার বিষয়টি স্বীকার করে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লস বলেন, ‘জাপানের ওই বাণিজ্যিক জাহাজটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হতো। ডুবে যাওয়ার সময় এটিতে ৮৬৪ অস্ট্রেলিয় সৈন্য ছিল। এর মাধ্যমে আমাদের ইতিহাসের এক মর্মান্তিক অধ্যায়ের অবসান ঘটল।’

১৯৪২ সালে ফিলিপাইন উপকূলে ডুবে যাওয়া ওই জাহাজটির নাম এসএস মন্টেভিডিও মারু। দক্ষিণ চীন সাগরে লুজিয়ান দ্বীপের উত্তরপশ্চিমাঞ্চলে জাহাজটি পাওয়া গেছে। ডুবে যাওয়া জাহাজটির নাম এসএস মন্টেভিডিও মারু। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওই জাহাজটির মাধ্যমে বন্দি যোদ্ধাদের নিয়ে যাওয়া হতো।

রয়টার্সের  প্রতিবেদনে বলা হয়, ১৯৪২ সালে ডুবে যাওয়ার সময়  জাহাজটি পাপুয়া নিউগিনি থেকে চীনের হাইনানয়ে যাওয়ার পথে মার্কিন সাবমেরিন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে এটি ডুবে যায়। বন্দি অস্ট্রেলিয়ার সৈন্যদের নিয়ে ওই জাহাজডুবির ঘটনাটি দেশটির ইতিহাসের অন্যতম বড় ট্র্যাজেডি।

Link copied!