মার্চ ১৫, ২০২৩, ০৬:০৩ পিএম
দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণের কয়েক দশক পরও জার্মানি ‘অধিকৃতই’ রয়ে গেছে এবং স্বাধীনভাবে কাজ করতে অক্ষম। নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় জার্মানির প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পুতিন আরও বলেন, ইউরোপের নেতারা চাপে থেকে তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বোধ হারিয়েছেন।
গত বছর রাশিয়ার নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে আঘাত হানা বিস্ফোরণের তদন্ত নিয়ে জার্মানিসহ পশ্চিমা দেশগুলো সতর্কভাবে প্রতিক্রিয়া জানায়। পাশাপাশি ওই বিস্ফোরণ পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে ইউরোপের নেতারা বিশ্বাস করে। তবে কারা ওই ঘটনা ঘটিয়েছে তা জানাতে অস্বীকার করে আসছে ইউরোপের দেশগুলোর নেতারা।
রাষ্ট্রায়ত্ত রোশিয়া-১ টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে রুশ প্রেসিডেন্ট বলেন, “ঘটনা হচ্ছে, ইউরোপীয় রাজনীতিবিদরা নিজেরাই প্রকাশ্যে বলেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি কখনোই পুরোপুরি সার্বভৌম রাষ্ট্র ছিল না।”
পুতিন আরও বলেন, “সোভিয়েত ইউনিয়ন এক পর্যায়ে তাদের বাহিনীগুলো প্রত্যাহার করে দেশটিতে দখলদারিত্বের অবসান ঘটায়। কিন্তু যেটি ভালোভাবেই জানা, আমেরিকানদের ক্ষেত্রে এমনটি ঘটেনি। তারা জার্মানিতে দখলদারিত্ব চালিয়ে যায়।”
সাক্ষাতকারে উপস্থাপক পুতিনকে অবহিত করেন, নর্ড স্ট্রিমে বিস্ফোরণটি ‘রাষ্ট্রীয় পর্যায়’ থেকে ঘটানো হয়েছে বলে ইউরোপের দেশগুলোর নেতারা মনে করেন। এর জবাবে ইউরোপের দেশগুলোর এমন অভিযোগ ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেন রুশ প্রেসিডেন্ট।