দ্রুত গতির ট্রেন চালাতে যাচ্ছেন ৩০ জন সৌদি নারী। সম্প্রতি দেশটির রেল কোম্পানীর একটি চাকরির বিজ্ঞাপনে ২৮ হাজার সৌদি নারী আবেদন করেছেন। সফল প্রার্থীরা এক বছরের প্রশিক্ষণের পর পবিত্র শহর মক্কা ও মদিনার মধ্যে দ্রুতগতির ট্রেন চালাবেন। রক্ষণশীল মুসলিম দেশে মহিলাদের জন্য এই ধরনের সুযোগ এই প্রথম।
কয়েক দশক ধরে, সৌদি আরবে বিশ্বের সর্বনিম্ন নারী কর্মশক্তির অংশগ্রহণের হার ছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সরকার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের তেল-নির্ভর অর্থনীতিকে বহুমুখী করার পরিকল্পনার অংশ হিসেবে কর্মক্ষেত্রে নারীর সংখ্যা বাড়ানোর প্রচেষ্টা চালিয়েছে।
আরও পড়তে পারেন-