জুলাই ২৩, ২০২৩, ১২:৫৯ পিএম
মেক্সিকোতে একটি বারে নারীদের অসম্মান করায় এক নেশাগ্রস্ত ব্যক্তিকে বের করে দেয়া হয়েছিল। ওই ব্যক্তি বারে ফিরে গিয়ে দরজায় একধরনের মোলোটভ ককটেল (দাহ্য পদার্থভর্তি বোতল) নিক্ষেপ করেন। এতে ওই বারে আগুন ধরে গিয়ে ১১ জনের মৃত্যু হয়।
শনিবার সোনোরা রাজ্যের কর্তৃপক্ষের বরাতে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর সান লুইস কলোরাডোরে এ ঘটনা ঘটেছে।
সোনোরা রাজ্যের প্রসিকিউটররা বলেছেন, প্রাথমিক অনুসন্ধান অনুসারে, শনিবার ভোরে হামলা চালান সন্দেহভাজন এক যুবক। ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন। নারীদের অসম্মান করায় তাঁকে বার থেকে বের করে দেওয়া হয়েছিল। ওই ব্যক্তি আবারও ওই বারে ফিরে যান এবং দরজায় একধরনের মোলোটভ ককটেল নিক্ষেপ করেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহত ১১ জনের মধ্যে চারজন নারী। এ ছাড়া আহত আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন। কর্তৃপক্ষ সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে কাজ করছে বলে জানিয়েছে।