নিউইয়র্ক টাইমসের মুনাফা ১১ শতাংশ বাড়ালো ডিজিটাল গ্রাহকরা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০৫:৪৫ পিএম

নিউইয়র্ক টাইমসের মুনাফা ১১ শতাংশ বাড়ালো ডিজিটাল গ্রাহকরা

এক বছরে ১০ লাখ ‘ডিজিটাল গ্রাহক’ পেয়ে নিউইয়র্ক টাইমস কোম্পানির মুনাফাও বেড়েছে প্রায় ১১ শতাংশ। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত বছরের চতুর্থ ত্রৈমাসিকে তাদের ২ লাখ ৪০ হাজার ডিজিটাল গ্রাহক বেড়েছে। এই গণমাধ্যমটির অনলাইন গ্রাহকের সংখ্যা বর্তমানে ৮৮ লাখ ছাড়িয়েছে। 

নিউইয়র্ক টাইমসের প্রধান নির্বাহী মেরেডিথ কোপিট লেভিয়েন গত বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, ২০২০ সালের পর থেকে তাঁদের ডিজিটাল গ্রাহকসংখ্যা ক্রমে বাড়ছে। ক্রমবর্ধমান ডিজিটাল গ্রাহক বৃদ্ধির দিক থেকে এটি তাঁদের দ্বিতীয় সেরা বছর।

২০২২ সালে ৩৪ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার পরিচালন মুনাফা অর্জন করেছে নিউইয়র্ক টাইমস কোম্পানি। গত বছর কোম্পানিটির বার্ষিক আয় ছিল ২৩০ কোটি ডলার, যা এর আগের বছরের তুলনায় ১১ দশমিক ৩ শতাংশ বেশি।

এদিকে ডিজিটাল গ্রাহক বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাবস্ক্রিপশন থেকে আয়ও বাড়ছে। ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকে কোম্পানিটির ডিজিটাল সাবস্ক্রিপশন থেকে আয় আগের বছরের তুলনায় ১৩ থেকে ১৬ শতাংশ বৃদ্ধির আশা করছে তারা, যদিও তারা বিজ্ঞাপন থেকে আয় কমার পূর্বাভাস দিয়েছে।

সর্বশেষ ত্রৈমাসিকে নিউইয়র্ক টাইমসের পরিচালন ব্যয় প্রায় ১০ শতাংশ বেড়েছে। এর মধ্যে প্রযুক্তি ব্যয় ৩০ শতাংশ বাড়লেও বিক্রয় ও বিপণন ব্যয় কমেছে ৩৬ শতাংশ।

সংবাদপত্র কিনে পড়ার মতো গ্রাহক কমতে শুরু করায় মুনাফা হারানোর ঝুঁকিতে পড়েছে অনেক গণমাধ্যম। ২০২১ সালে ৭ লাখ ৯৫ হাজার মানুষ নিউইয়র্ক টাইম সংবাদপত্র কিনে পড়ত। গত বছর সেই সংখ্যা নেমেছে ৭ লাখ ৩০ হাজারে। এমন পরিস্থিতিতে নিউইয়র্ক টাইমসের বেড়েছে অনলাইন গ্রাহক। এ কারণে গত বছরের তুলনায় বেশি মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে সংবাদমাধ্যমটি। অর্থ ব্যয় করে অনলাইন মাধ্যমেই সংবাদ পড়তে বেশি গ্রাহকরা আগ্রহী হচ্ছেন। গণমাধ্যমটি আশা করছে আগামী ২০২৭ সালের শেষ নাগাদ সব মিলিয়ে দেড় কোটি ডিজিটাল গ্রাহক অর্জন করা সম্ভব হবে।

অন্যদিকে সাবস্ক্রিপশনভিত্তিক ক্রীড়া ওয়েবসাইট অ্যাথলেটিককে গত বছরের ফেব্রুয়ারি মাসে অধিগ্রহণ করে নিউইয়র্ক টাইমস কোম্পানি। যাদের অনলাইন গ্রাহক আছে প্রায় ১০ লাখের কাছাকাছি। এই গ্রাহকসহ হিসাব করলে নিউইয়র্ক টাইমস কোম্পানির বর্তমান গ্রাহকসংখ্যা ৯৬ লাখেরও বেশি।

Link copied!