নিকাব ছেড়ে পশ্চিমা পোশাকে শামীমা

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৬, ২০২১, ০৭:২০ পিএম

নিকাব ছেড়ে পশ্চিমা পোশাকে শামীমা

ব্রিটেনে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্রিটেনে ফেরার। সম্প্রতি তার বেশভূষায় নাটকীয় পরিবর্তন দেখা যাচ্ছে, নিকাব ছেড়ে ফ্যাশানেবল পশ্চিমা পোশাকে তাকে দেখা যাচ্ছে।

সম্প্রতি সিরিয়ায় তার শরনার্থী ক্যাম্প থেকে প্রকাশিত তার কিছু ছবিতে দেখা যায়, কালো বোরকার নিকাব ছেড়ে জিন্সের ট্রাউজার, টিসার্ট, জ্যাকেট আর ফ্যাশনেবল সানগ্লাস পড়ে সিরিয়ার ক্যাম্প থেকে দৃপ্ত পায়ে হেঁটে যাচ্ছেন শামীমা। লাল রং করা খোলা স্টাইলের চুল আর মাথায় হ্যাট, এ এক অন্য শামীমা।

১৫ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে লন্ডন থেকে সিরিয়ায় গিয়ে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেন তিনি। কিন্তু পরে ভুল বুঝতে পেরে ফিরতে চান লন্ডনে। তবে লন্ডন তাকে ফিরিয়ে দেয়। তারপর থেকে সন্তানকে নিয়ে লন্ডনে বৈধতা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেনি তিনি।

এক ডাচ জিহাদিকে বিয়ের পর তিনটি সন্তান হয় তার। একটিও বেঁচে নেই। এখন তার বয়স ২১। মিডিয়ার সঙ্গে কথা বলতে চাননি। তবে ছবি তুলতে দিয়েছেন। অনেক ঝড় বয়ে গেছে তার জীবনে। বোঝা মুস্কিল শামীমা তার অতীত ছুড়ে ফেলে কোন পথে আগাচ্ছেন।

সিরিয়া ক্যাম্প ম্যানেজার নোরা আব্দো গণমাধ্যমকে জানান, শামীমার মত বন্দী অনেকে এখন আর আইএস জঙ্গিদের আদর্শ অনুসরণ করতে চান না। তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান। তাদের বেশভূষা ও আচরণে পার্থক্য লক্ষ্য করছি। তারা বাড়িতে ফিরতে চান।

নোরা আরো জানান বন্দীদের অনেকে তাদের কৃতকর্মের জন্যে জরিমান দিতে রাজি। তাদের কেউ কেউ বাচ্চাদের ভবিষ্যত চিন্তা করে উদ্বিগ্ন।

সূত্র: ডেইলি মেইল

Link copied!