নিরাপত্তাজনিত কারণে বালতি মাথায় আদালতে ইমরান খান!

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৬, ২০২৩, ১০:০৫ এএম

নিরাপত্তাজনিত কারণে বালতি মাথায় আদালতে ইমরান খান!

জিল্লে শাহ হত্যা মামলা, অগ্নিসংযোগ এবং রাষ্ট্রীয় কাজে হস্তক্ষেপের তিনটি মামলার পরিপ্রেক্ষিতে জামিন চেয়ে আদালতে হাজির হয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। লাহোরের ওই সন্ত্রাসবিরোধী আদালতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে নিয়ে আসা হয়। এ সময় নিরাপত্তাজনিত কারণে তিনি হেলমেটের পরিবর্তে একটি কালো বালতির মতো বুলেটপ্রুফ বস্তু দিয়ে মাথা থেকে ঢেকে রাখা অবস্থায় দেখা যায়। ইমরান খানের এভাবে আদালতে উপস্থিত হওয়া নিয়ে বেশ আলোচনা ও সমালোচনা হচ্ছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) বুলেটপ্রুফ বালতি দিয়ে মাথা ঢেকে আদালতে উপস্থিত হন ইমরান খান। আদালতে প্রবেশের সময়কার তাঁর একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, লাহোর কোর্টে যাওয়ার পথে ইমরান খানকে কমান্ডোরা কালো বুলেটপ্রুফ ঢাল দিয়ে ঘিরে নিয়ে যাচ্ছে। পুরো মুখ কালো হেডগিয়ার দ্বারা আবৃত তাঁকে দুজন ব্যক্তি হাত ধরে নিয়ে যাচ্ছে।

তাঁর এই বুলেটপ্রুফ বালতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে উপহাস করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, এটি আমার দেখা সবচেয়ে নির্বোধের মতো নিরাপত্তা। অন্য একজন লিখেছেন, এটা বাস্তব হতেই পারে না।

আদালতে উপস্থিত হওয়ার পর ইমরান খান তিনটি মামলায় লাহোর সন্ত্রাসবিরোধী আদালতে অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছেন। তাঁর জামিন ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। 

সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি

Link copied!