নির্বাসন থেকে এ সপ্তাহেই দেশে ফিরছেন গোতাবায়া!

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২২, ১০:২৪ পিএম

নির্বাসন থেকে এ সপ্তাহেই দেশে ফিরছেন গোতাবায়া!

সরকারবিরোধী ব্যাপক আন্দোলনের মুখে রাষ্ট্রীয় ক্ষমতাচ্যুত হওয়া শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে এ সপ্তাহেই দেশে ফিরছেন। এরমধ্য দিয়ে নির্বাসন জীবনের অবসান ঘটাতে যাচ্ছে তাঁর।  

 

চরম অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে চলতি বছরের ১৩ জুলাই দেশ ছেড়ে পালান গোতাবায়া। ১৪ জুলাই মালদ্বীপে যান পরে সেখান থেকে সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুর থেকে পদত্যাগপত্র দেশে পাঠান তিনি। ১৫ জুলাই তাঁর আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন শ্রীলংকার পার্লামেন্টের স্পিকার।

রাষ্ট্রীয় ক্ষমতাচ্যুত প্রায় এক মাসের মাথায় দেশে ফিরছেন বলে বিভিন্ন সূত্র জানায়। এ খবর জানিয়েছে অনলাইন নিউজ ১৮।

উচ্চ পর্যায়ের সূত্রের বরাদ দিয়ে বলা হয়েছে, গোতাবায়া রাজাপাক্ষে চলতি সপ্তাহে দেশে ফেরার আশা ব্যক্ত করেছেন। ক্ষমতাচ্যুত এই নেতার দল গত মাসে বলেছিল, তিনি থাইল্যান্ডে নির্বাসন শেষে দেশে ফিরবেন। এ জন্য তাঁর উত্তরসূরি প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহেকে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

গোতাবায়া রাজাপাক্ষের ছোটভাই বাসিল রাজাপাকসে, যিনি অর্থমন্ত্রী ছিলেন, তিনি এরই মধ্যে প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁর ভাইকে দেশে ফেরানোর জন্য নিরাপত্তা চেয়ে অনুরোধ করেছেন।

প্রসঙ্গত, শ্রীলংকার সংবিধান অনুযায়ী দেশটির সাবেক প্রেসিডেন্টরা দেহরক্ষী, একটি গাড়ি এবং বাসা পান।

Link copied!