নেপালে ৭২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, ৪০ জনের মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৫, ২০২৩, ০৬:৪০ পিএম

নেপালে ৭২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, ৪০ জনের মরদেহ উদ্ধার

নেপালে ৭২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এরই মধ্যে ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে উড়োজাহাজ কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সময় রবিবার সকালে দেশটির পর্যটন এলাকা পোখারায় ইয়েতি এয়ারলাইন্সের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

এএফপি এ তথ্য জানিয়েছে।

মুখপাত্র সুদর্শন বারতাউলা এএফপিকে বলেন, 'উড়োজাহাজে ৬৮ যাত্রী ও ৪ ক্রু সদস্য ছিল। উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।  এ সময় পুরোনো বিমানবন্দর ও পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝামাঝি জায়গায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় কেউ বেঁচে আছে কি না, তা এখনো জানা যায়নি।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। আপাতত পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে গত বছর মে মাসে একটি উড়োজাহাজ দুর্ঘটনায় ২২ আরোহীর সবাই নিহত হন।

Link copied!