নৌকা ভেঙে সাগরে ভাসছেন রোহিঙ্গারা

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২১, ০৯:০৩ পিএম

নৌকা ভেঙে সাগরে ভাসছেন রোহিঙ্গারা

ইন্দোনেশিয়ার আচেহ উপকূলে শিশু এবং নারীসহ শতাধিক রোহিঙ্গা শরণার্থীকে বহনকারী একটি নৌকা ভেঙে যাওয়ায় সাগরে ভাসছেন তারা। রবিবার (২৬ ডিসেম্বর) আচেহ প্রদেশের সমুদ্র উপকূলের বিরুয়েন এলাকার পানি সীমায় এ ঘটনা ঘটে।

সোমবার জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, নৌকাটি ভেঙে যাওয়ায় সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশের উপকূলে আটকা পড়েছেন তারা। 

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইন্দোনেশিয়া শাখা স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, নৌকাটিতে প্রায় ৭০ জন শরণার্থী আছেন। তবে স্থানীয় জেলে সম্প্রদায়ের নেতা বদরুদ্দিন জুসুফ নৌকাটিতে ১২০ জন শরণার্থী আছেন বলে জানান। তিনি বলেন, “সাগরের পানিতে ভাসমান এই শরণার্থীদের তারা খাবার দিয়েছেন। তাদের সংখ্যা একশোর বেশি।”

প্রসঙ্গত, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সাগর শান্ত থাকায় এই সময় মিয়ানমারের রাখাইনসহ বিভিন্ন প্রদেশের রোহিঙ্গারা জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌকায় করে সাগর পথে  মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ায় পাড়ি জমাতে চেষ্টা করে।

Link copied!