পদত্যাগ করলেন বিবিসি চেয়ারম্যান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৩, ০৯:৫৪ পিএম

পদত্যাগ করলেন বিবিসি চেয়ারম্যান

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির চেয়ারম্যান রিচার্ড শার্প পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য ব্যাংক ঋণে মধ্যস্থতা করতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ ওঠে বিবিসি চেয়ারম্যানের বিরুদ্ধে। এরই জেরে আজ শুক্রবার পদত্যাগের ঘোষণা দেন তিনি। তবে, এ বিষয়ে মুখ খোলেননি বরিস জনসন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পদত্যাগ নিয়ে করা মন্তব্যে শার্প বলেছেন, বিবিসির স্বার্থকে অগ্রাধিকার দিতেই পদত্যাগ করছেন তিনি। সচেতনভাবে তিনি অনিয়ম করেননি দাবি করে শার্প বলেন, এটি একটি অনিচ্ছাকৃত ভুল।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্যারিস্টার অ্যাডাম হেপিনস্টলের ওই প্রতিবেদনে বলা হয়েছে, শার্প এমপিদের ক্রসপার্টি প্যানেলের কাছে স্বার্থের সম্ভাব্য দ্বন্দ্ব প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন।

বিবিসির প্রতিবেদন মতে, নিজের প্রভাব খাটিয়ে ও সরকারি বিধি লঙ্ঘন করে বরিস জনসনকে ৮ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৫৮ লাখ টাকা) ব্যাংক ঋণ পেতে সহযোগিতা করেছিলেন শার্প। এটা তিনি করেছিলেন বিবিসির চেয়ারম্যান পদে বরিসের সুপারিশ লাভের মাত্র এক সপ্তাহ আগে।

Link copied!