পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে বাংলা জানা বাধ্যতামূলক: মমতা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২১, ০৩:৩৪ এএম

পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে বাংলা জানা বাধ্যতামূলক: মমতা

ভারতের রাজ্য পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে হলে বাংলা ভাষা বাধ্যতামূলকভাবে জানতে হবে বলে ঘোষণা দিয়েছেন রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার (৮ ডিসেম্বর) মালদহে এক সরকারি বৈঠকে মমতা প্রশাসনিক কর্তাদের এমনই নির্দেশ দেন তিনি।

সরকারি চাকরি লাভের ক্ষেত্রে তার রাজ্যের অধিবাসীরাই প্রাধান্য পাবে উল্লেখ করে মমতা বলেন, ‘‘আমি সব রাজ্যের জন্যই বলছি, সেই রাজ্যের ছেলেমেয়েরা যেন চাকরিটা পায়। বাংলা হলে বাংলার ছেলেমেয়েরা, যারা এই রাজ্যে বসবাস করেন, তিনি রাজবংশী, কামতাপুরি বা হিন্দিভাষী হতে পারেন, তাতে কোনও আপত্তি নেই। কিন্তু বাংলা ভাষা জানতে হবে, বাংলাকে তার ঠিকানা হতে হবে।’’

তিনি আরও বলেন, “কেউ পরীক্ষায় ভাল নম্বর পাওয়ার জন্য সরকারের ভাল পদে গিয়ে চাকরি করছেন অথচ বাংলা ভাষা না জানায় খুবই সমস্যা হচ্ছে। যখন কোনও সাধারণ মানুষ বিডিও, এসডিও বা স্থানীয় প্রশাসকের কাছে গিয়ে বাংলায় কথা বলছেন, তখন দেখা যাচ্ছে, কর্তারা সেটা বোঝেনই না। তারা না পারেন চিঠি পড়তে, না পারেন সমস্যা বুঝতে। সে কারণে বাংলায় চাকরি করতে হলে বাংলা জানা আগে জরুরি।”

গত বিধানসভা নির্বাচনে বাংলা ও বাঙালি বিষয়কে সামনে রেখেই ভোট লড়েছিল তৃণমূল। বিজেপি নেতাদের ‘বহিরাহগত’ বলার পাশাপাশি গেরুয়া শিবিরের থেকে বাংলার সাংস্কৃতিক দূরত্বের কথা তুলে ধরে তৃণমূল। বিপুল জয়ের পরে মমতা বুধবার বুঝিয়ে দিলেন, সরকারি কাজের ক্ষেত্রে এ বার বাংলার ছেলেমেয়েদের অগ্রাধিকারের বিষয়টি নিশ্চিত করতে চাইছে তার সরকার। তিনি বলেন, বাংলা ভাষা জানতেই হবে। সেই সঙ্গে চাকরিপ্রার্থীদের ঠিকানাও হতে হবে বাংলা।

সূত্র: আনন্দবাজার

Link copied!