পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৬

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৪, ২০২২, ০৮:০৭ পিএম

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৬

পাকিস্তানের পেশোয়ারের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬। পেশোয়ারের স্থানীয় সরকারি কর্মকর্তারা সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও কমপক্ষে ১৯৪ জন।

পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম জানিয়েছেন, হাসপাতালে ভর্তি আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় কর্মকর্তারা ঘটনাটিকে আত্মঘাতী হামলা বলে অভিহিত করেছেন। প্রাথমিকভাবে তারা বলেছেন, ঘটনার সঙ্গে দুই হামলাকারী জড়িত ছিল। পরে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কালো পোশাক পরা এক ব্যক্তি পায়ে হেঁটে শহরের কিসা খাওয়ানি বাজারের শিয়া মসজিদে পৌঁছে উপস্থিত পুলিশের উপর গুলিবর্ষণ করে। এতে এক পুলিশ কনস্টেবল ঘটনাস্থলেই প্রাণ হারায়।

পুলিশের উপর গুলি চালিয়ে হামলাকারী মসজিদে প্রবেশ করে। এসময় এক ব্যক্তি হামলাকারীকে ধরার চেষ্টা করলে তার উপরও গুলি চালায়। পরে মসজিদের ভেতর প্রবেশ করে হামলাকারীর সঙ্গে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়।

খাইবার পাখতুনখাওয়া পুলিশের মহাপরিদর্শক মোয়াজ্জেম জাহ আনসারি সংবাদমাধ্যমে বলেন, নিরাপত্তার জন্য দুই পুলিশ সদস্যকে মসজিদে মোতায়েন করা হয়েছিল। একজন কনস্টেবল শহিদ হয়েছেন। অপর পুলিশ সদস্য আহত হয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আত্মঘাতী হামলায়  প্রায় পাঁচ থেকে ছয় কেজি বিস্ফোরক উপাদান ব্যবহৃত হয়েছে। হামলার বিষয়ে কোনো তথ্য তার হাতে ছিল না বলেও জানান তিনি।

আরও পড়ুন:

পাকিস্তানে শিয়া মসজিদে বোমা হামলা, নিহত ৩০

Link copied!