ইমরান খান গ্রেফতার, পেছনে কলকাঠি নাড়ছেন তথ্যমন্ত্রী মরিয়ম!

আন্তর্জাতিক ডেস্ক

মে ৯, ২০২৩, ১১:৫৬ পিএম

ইমরান খান গ্রেফতার, পেছনে কলকাঠি নাড়ছেন তথ্যমন্ত্রী মরিয়ম!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাজধানী ইসলামাবাদে হাইকোর্টের  বাইরে থেকে তাকে গ্রেফতার করে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)।

জিও নিউজ ও ডনসহ বেশ কয়েকটি পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়,  মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করেছে পাকিস্তানি রেঞ্জার্সের সদস্যরা।

তবে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে গ্রেফতারের বিষয়ে বেশ কয়েকটি তথ্য সোমনে এসেছে। অনেকে বলছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেবের সোমবারের (৮ মে) বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানকে গ্রেফতারের আগের দিন দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছিলেন, পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করলেই দেশের চলমান সমস্যার সমাধান হবে।

শুধু তাই নয়, ওইদিন মরিয়ম আওরঙ্গজেব আরও বলেছিলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দুর্নীতির জন্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে শাস্তি দেওয়া উচিত। ইমরান খানের ‘নোংরা মানসিকতা’ সমাজে অসহিষ্ণুতা ও সহিংসতার জন্ম দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে এই মুহূর্তে খাদ্য, কর্মসংস্থান এবং ব্যবসার প্রয়োজন, ইমরান খানের প্রচারিত প্রতারণা, বিশৃঙ্খলা এবং বিভ্রান্তি নয়।

কাশ্মির বিষয়েও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর সমালোচনা করেন মরিয়ম আওরঙ্গজেব। সোমবার তিনি বলেন, কাশ্মীর নিয়ে ইমরান খান রাজনীতি করছেন এবং তার রাজনীতির জন্য ইসলামকে ব্যবহার করছেন। দেশে চরমপন্থি মনোভাব সৃষ্টির জন্য পিটিআই প্রধানকেও দায়ি করেন তিনি।  

পাকিস্তানের এই তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেছিলেন, ২০১৯ সালের নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজয়ের জন্য প্রার্থনা করেছিলেন ইমরান খান।  সমাজে অসহিষ্ণুতা সৃষ্টির জন্যও ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ তুলেন মরিয়ম আওরঙ্গজেব।

Link copied!