পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ৮ দিনের রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

মে ১১, ২০২৩, ১২:১৫ এএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ৮ দিনের রিমান্ডে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান হেরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির একটি আদালত।

বুধবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) ১৪ দিনের রিমান্ড চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে অ্যাকাউন্টেবিলিটি আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মঙ্গলবার(৯ মে) রাজধানী ইসলামাবাদে হাইকোর্টের  বাইরে থেকে তাকে গ্রেফতার করে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)।

জিও নিউজ ও ডনসহ বেশ কয়েকটি পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়,  মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করেছে পাকিস্তানি রেঞ্জার্সের সদস্যরা। দিকে বুধবার পিটিআই ভাইস চেয়ারম্যান আসাদ উমরকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ বাহিনী 'অ্যান্টি টেরোরিজম স্কোয়াড'। এদিন ইসলামাবাদ হাইকোর্টের আইএইচসি বার অ্যাসোসিয়েশনের অফিসের বাইরে ইমরানের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিচ্ছিলেন আসাদ উমর। দেখা করার জন্য তিনি আবেদনও করেছিলেন। ঠিক সেসময় তাঁকে গ্রেফতার করা হয়।

এদিকে ইমরানের দল পিটিআইয়ের হাজারো নেতাকর্মী-সমর্থকরা বুধবার সকাল থেকেই পুলিশ সদরদপ্তরের সামনে জড়ো হতে শুরু করেন। তাদের সামাল দিতে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয় সেখানে। সেই সঙ্গে সর্মথকদের ঠেকাতে কনটেইনার দিয়ে বেরিকেড স্থাপন করা হয়।  

এর আগে, ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। একই সঙ্গে গ্রেপ্তারের কয়েক দিন আগে ইমরান খানের ঘোষিত দেশব্যাপী জনসভার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও জানায় পিটিআই।

সাবেক প্রধানমন্ত্রীর গ্রেপ্তারের ঘটনায় সহিংস বিক্ষোভের মধ্যে পাঞ্জাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি মোবাইল ইন্টারনেট সীমিত করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এখন পর্যন্ত ৯৪৫ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

Link copied!