এপ্রিল ৭, ২০২২, ১০:২৪ পিএম
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলের সংসদ সদস্যদের আনা অনাস্থা ভোটের প্রস্তাব খারিজ ও প্রেসিডেন্টের পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।এমতাবস্থায় আসছে শনিবার জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানকে আস্থা ভোটের মুখে পড়তে হচ্ছে।
পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন’র অনলাইন সংস্করণে বলা হয়, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়া ডেপুটি স্পিকার কাসেম সুরির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন। পাশপাশি জাতীয় পরিষদ পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার পাকিস্তানের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দেশটির সর্বোচ্চ আদালত রায় দেওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালসহ পাঁচ বিচারকের বেঞ্চ এ রায় দিতে দেরি করে।
গত ৩ এপ্রিল ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন ডেপুটি স্পিকার কাসেম সুরি। এরপরই প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে জাতীয় পরিষদ ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। তবে ডেপুটি স্পিকারের এ রায়কে অসাংবিধানিক বলে অবহিত করে সুপ্রিম কোর্টের দারস্থ হন জাতীয় পরিষদের বিরোধী দল মুসলিম লীগ (এন)সহ বেশ কয়েকটি দলের সংসদ সদস্যরা।
অবশেষে বিরোধীদের দাবি অনুযায়ী বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট ডেপুটি স্পিকার কাসেম সুরির সেই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন। সঙ্গে জাতীয় পরিষদ পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন।
পাশাপাশি ইমরান খানের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব ও ভোট আয়োজনের কথা ছিল সেটিও করার নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (৯ এপ্রিল) এ অনাস্থা ভোট হবে।