পুতিনকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন রামাফোসা

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৮, ২০২৩, ০৩:৩৫ পিএম

পুতিনকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন রামাফোসা

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দ্রুত যুদ্ধ বন্ধ করার তাগিদ দিয়েছেন। এজন্য তিনি ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসার অনুরোধ জানিয়েছেন। গতকাল শনিবার পুতিনের সাথে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি পুতিনকে বলেছেন, এই যুদ্ধ শেষ করতে হবে। আলোচনার মাধ্যমে এবং কূটনৈতিক উপায়ে যুদ্ধ বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, আফ্রিকার সাত নেতার সমন্বয়ে তাঁর প্রতিনিধিদল খুব স্পষ্ট বার্তা নিয়ে এসেছে। আর সেটা হলো, এই যুদ্ধ শেষ করতে হবে।

এই বৈঠকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পুতিনকে আরও বলেছেন,  ইউক্রেনের সঙ্গে যেন আরও বেশি যুদ্ধবন্দি বিনিময় করেন এবং যেসব ইউক্রেনীয় শিশুকে রাশিয়ায় নিয়ে আসা হয়েছে তাদের দ্রুত সময়ে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়।

শিশুদের কথা তোলার পর পুতিন আফ্রিকান প্রেসিডেন্টকে থামিয়ে দেন। তিনি তাকে বলেন, এসব শিশুকে যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচাতে রাশিয়ায় আশ্রয়ের জন্য নিয়ে আসা হয়েছে। পুতিন বলেছেন, ‘শিশুরা হলো পবিত্র। আমরা তাদের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়েছি, তাদের জীবন ও স্বাস্থ্য রক্ষা করছি।’

এরপর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আফ্রিকা মহাদেশে যুদ্ধের প্রভাব সম্পর্কে কথা বলেন। এছাড়া তিনি উল্লেখ করেন এ যুদ্ধ অবশ্যই কূটনৈতিক আলোচনার মাধ্যমে শেষ করতে হবে।

এছাড়া যুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করায় আফ্রিকান নেতাদের প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট।

Link copied!