জুলাই ৩, ২০২৩, ১০:১০ এএম
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে ইউক্রেইন যুদ্ধ ‘ধ্বংসাত্মক’ প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস। এই যুদ্ধ মার্কিন গোয়েন্দা সংস্থার জন্য তথ্য সংগ্রহের নতুন সুযোগ সৃষ্টি করেছে বলেও সিআইএ প্রধান মনে করেন।
স্থানীয় সময় শনিবার যুক্তরাজ্যের ডিচলে ফাউন্ডেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
উইলিয়াম বার্নস বলেন, “পুতিন প্রশাসনের বিরুদ্ধে ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার গ্রুপের প্রধান প্রিগোজিনের ওই বিদ্রোহের দিকে সারাবিশ্বের দৃষ্টি নিবদ্ধ ছিল। ভাগনার গ্রুপের কর্মকাণ্ড রুশ প্রেসিডেন্টের যুদ্ধ এবং তার নিজের শাসনক্ষমতার ওপর ধ্বংসাত্মক প্রভাব স্পষ্টতই স্মরণ করিয়ে দিচ্ছে।”
এসময় সিআইএ প্রধান আরও বলেন, “কেবল প্রিগোজিনের কর্মকাণ্ডেই নয় বরং তার বক্তব্যেও পুতিনের ইউক্রেইনে সামরিক অভিযান চালানোর বিরুদ্ধেও অভিযোগ আছে।”
উইলিয়াম বার্নস বলেন, “যুদ্ধ নিয়ে অসন্তোষ ধীরে ধীরে রাশিয়ার নেতৃত্বকে শেষ করে দেবে… আর এটাই সিআইএ’র জন্য এক প্রজন্ম ধরে সুযোগ সৃষ্টি করেছে। আমরা এই সুযোগ নষ্ট হতে দিচ্ছি না।”
ব্রিটিশ বার্তা সংস্থা বিসিবি’র প্রতিবেদনে বলা হয়, রুশ জনগণের কাছে পৌঁছানোর জন্য স্যোশাল মিডিয়ায় নতুন প্রচারাভিযান শুরু করেছে সিআইএ। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এরই মধ্যে একটি ভিডিও পোস্ট করেছে। ওই ভিডিও পোস্টে মস্কোর নজরদারি এড়িয়ে ডার্ক ওয়েবে কীভাবে সিআইএ-এর সঙ্গে যোগাযোগ করতে হবে তার নির্দেশনা দেওয়া হয়েছে। ভিডিওটি প্রথম সপ্তাহে ২৫ লাখ ভিউ পেয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়।