পুতিনের নেতৃত্বে রুশ পারমাণবিক বাহিনীর সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২৭, ২০২২, ০৪:৩০ এএম

পুতিনের নেতৃত্বে রুশ পারমাণবিক বাহিনীর সামরিক মহড়া

পারমাণবিক হামলা চালালে রাশিয়া কি ধরনের পাল্টা জবাব দেবে-তারই সামরিক মহড়া চালিয়েছে রাশিয়ার পারমাণবিক বাহিনী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে পরিচালিত হয় ওই মহড়া। মহড়া চলার সময় প্রেসিডেন্ট পুতিনকে  বেশ খোশ মেজাজে থাকতে দেখা যায়।

মার্কিন গণমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়,স্থানীয় সময় বুধবার (পারমাণবিক বাহিনীর) মহড়ার নেতৃত্ব দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ মহড়ায় ব্যালাস্টিক ও ক্রুস মিসাইল ছোড়ার বিষয়টি ছিল।

ক্রেমলিনের এক বিবৃতির বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,  কামচাতকার কুরা রেঞ্জে ইয়ার্স ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল প্লেসক কোসমোডোম থেকে ছোড়া হয়েছিল এবং সিনেভা ব্যালাস্টিক মিসাইল বারেন্টস সাগর থেকে ছোড়া হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রশিক্ষণ মিসাইল ছোড়ায় রাশিয়ান টিইউ-৯৫এমএস যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছিল।প্রশিক্ষণ চলাকালীন সময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুর কাছে একটি রিপোর্ট শুনেন।

প্রতিরক্ষামন্ত্রী সোইগু জানিয়েছেন, শত্রুরা রাশিয়ার ওপর পারমাণবিক হামলা চালালে রাশিয়া কি রকম পদক্ষেপ নেবে বুধবার সেই প্রশিক্ষণই চালানো হয়েছে। 

তিনি বলেছেন, কৌশলগত প্রতিরোধ বাহিনী পুতিনের নেতৃত্বে ‘শত্রুদের চালানো পারমাণবিক হামলার জবাবে বিশাল পারমাণবিক হামলা চালানোর’ মহড়া চালাচ্ছে।

ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, সামরিক নেতৃবৃন্দের প্রস্তুতি এবং নেতাদের দক্ষতার বিষয়টিও পরীক্ষা করা হয়েছে। 

এদিকে, রাশিয়ার পারমাণবিক মহড়া চালানোর কারণে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো আশঙ্কা প্রকাশ করেছে। তারা জানায়, খেরসনে যখন রুশ বাহিনী পরাজয় বহন করতে চলেছে, ঠিক তখনি পরাজয় থেকে সম্মান বাঁচাতে কিয়েভকে আত্মসমর্পণে বাধ্য করতে এই ধরণের পারমাণবিক মহড়া চালালো মস্কো।

রাশিয়ার এমন আচরণ ‘বিশ্বাস্যভাবে গুরুতর ভুল’ বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।   

Link copied!