যুক্তরাষ্ট্রের পর এবার পুতিনের দুই মেয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্যও। শুক্রবার পুতিনের দুই মেয়ে মারিয়া ভোরোনৎসোভা এবং কাতেরিনা তিখোনোভার সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষিদ্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের বরিস জনসন সরকার।
ইউক্রেনের বুচা শহরে রুশ বাহিনীর ‘নৃশংসতার’ নানা চিত্র সামনে আসার প্রেক্ষাপটে মস্কোর বিরুদ্ধে নতুন করে পশ্চিমা নিষেধাজ্ঞার আলোচনায় গত বুধবার মারিয়া ও কাতেরিনার নাম ঘুরেফিরে আসে। যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের মেয়ে সার্গেইভনা ভিনোকুরোভার নামও রয়েছে। ভিনোকুরোভার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রও নিষেধাজ্ঞা দিয়েছিল।
বিবিসি জানায়, যুক্তরাজ্য সরকারের ফরেইন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) ল্যাভরভের মেয়ের ভ্রমণ নিষিদ্ধ এবং সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে।
যুক্তরাজ্য সরকারের হিসাবমতে, সম্প্রতি কয়েক সপ্তাহে দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পদক্ষেপের সঙ্গে সমন্বিতভাবে রুশ প্রেসিডেন্ট পুতিনের ২৭হাজার ৫শ’ কোটি পাউন্ডের সমর তহবিল জব্দ করেছে।
দীর্ঘদিন ধরে রাশিয়ার ক্ষমতায় আছেন পুতিন। কিন্তু এই সময়ে পুতিনের সঙ্গে প্রকাশ্যে তার পরিবারের সদস্যদের খুব কমই দেখা গেছে। তার পরিবারের সদস্যদের ছবিও তেমন একটা পাওয়া যায় না। সাংবাদিকেরা প্রশ্ন করলে পরিবারের বিষয়টি এড়িয়ে যান পুতিন।