রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে: নোয়াম চমস্কি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২২, ০৪:২২ এএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে: নোয়াম চমস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে এমনটাই মন্তব্য করেছেন বিশ্বখ্যাত দার্শনিক ও ভাষাতত্ত্ববিদ অধ্যাপক নোয়াম চমস্কি।

চমস্কি বলেন, “সমস্ত পৃথিবীজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। সেখানে ভাষা বড় ভূমিকা রাখবে না।”

ঢাকা ট্রিবিউনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে অধ্যাপক চমস্কি এমন শঙ্কার কথা ব্যক্ত করেন।

এর আগে পরমাণুযুদ্ধের 'ক্রসফায়ারে' পড়ে 'নিশ্চিহ্ন' হয়ে যাওয়ার আশঙ্কা থেকে ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালানোর পরও আক্রান্ত দেশটিকেই রাশিয়ার সঙ্গে সমঝোতায় আসা উচিত বলে মন্তব্য করেছিলেন চমস্কি।

সেসময় চমস্কি বলেছিলেন, আমরা এখন যে নীতি মেনে চলছি তা হলো, শেষ ইউক্রেনীয় বেঁচে থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া। এই নীতি মেনে চললে পরমাণুযুদ্ধের আশঙ্কা থাকে। এ ছাড়া, আরেকটি বিকল্প হচ্ছে কূটনৈতিক সমাধান। এ সমাধান সবার জন্য সুখকর কিছু হবে না। কারণ এটি মূলত পুতিন ও তার ঘনিষ্ঠদের জন্য এই যুদ্ধ থেকে পালানোর পথ তৈরি করে দেবে।

সাক্ষাৎকারে অধ্যাপক চমস্কি বলেন, “বিরোধ মিমাংসার অনেক উপায় রয়েছে। তবে এই পথ দিনদিন সঙ্কুচিত হচ্ছে। এজন্য পাল্টাপাল্টি দোষারোপের সংস্কৃতি ছাড়তে হবে।”

তিনি বলেন, “সংঘাত যত বেশি সময় ধরে চলতে থাকবে। প্রতিটি পক্ষ যত কঠোর শর্ত আরোপ করবে, এই যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক সমাধান খুঁজে বের করা ততটাই কঠিন হবে।”

কোভিড মহামারি শেষ হতে না হতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলেছে। খাদ্য সংকটসহ নানা সমস্যার মুখে আছে বিশ্বের বিভিন্ন দেশ। এ থেকে উত্তরণের উপায় জানতে চাইলে চমস্কি বলেন, “এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই। প্রতিটি সমস্যাকে তার নিজস্ব উপায়ে মোকাবিলা করতে হবে।”

Link copied!