প্রথম ভাষণে জাতির উদ্দেশ্যে যা বললেন আফগান প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৮, ২০২১, ১০:২৭ পিএম

প্রথম ভাষণে জাতির উদ্দেশ্যে যা বললেন আফগান প্রধানমন্ত্রী

কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে তালেবান হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ও তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। আফগানিস্তানকে সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

আফগানিস্তানে চলতি বছরের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর শনিবার (২৭ নভেম্বর) প্রথমবারের মতো  জাতির উদ্দেশ্যে দেওয়া অডিও ভাষণে তিনি এসব কথা বলেন।

আগামী সপ্তাহে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠক সামনে রেখে হাসান আখুন্দ ভাষণ দিলেন। তালেবান সরকারের প্রধানমন্ত্রী প্রায় ৩০ মিনিট ভাষণ দেন।

তিনি বলেন, ‘সব দেশকে আশ্বস্ত করছি যে আমরা তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না। আমরা তাদের সঙ্গে ভালো অর্থনৈতিক সম্পর্ক রাখতে চাই।”

আফগান প্রধানমন্ত্রী বলেন, তালেবান সরকার জনগণের ‘রিজিকের’ সংস্থান করছে না বরং রিজিক আসছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা নিচ্ছেন।

তালেবান তাদের প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করেছে জানিয়ে আফগানিস্তানকে সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।তিনি বলেন, “জনগণের উচিত তালেবান সরকারের প্রতি সমর্থন ঘোষণা করা।”

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে সহায়তা প্রদান চালিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন হাসান আখুন্দ। তালেবান সরকারের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব আন্তর্জাতিক দাতব্য সংস্থাকে তাদের সাহায্য বন্ধ না করার জন্য আহবান জানাচ্ছি। আমাদের বিধ্বস্ত জাতিকে সহায়তা করার জন্য বলছি, যাতে জনগণের সমস্যার সমাধান করা যায়।” আফগানিস্তান যেসব সমস্যার সম্মুখীন, তা দেশটির বিগত সরকারগুলোর কর্মফল ফলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরেই আফগানিস্তানে ক্ষমতা দখল করে তালেবান। এর এক মাস পর সরকার গঠন করে তারা।

সূত্র: আরব নিউজ, বার্তাসংস্থা এএফপি

Link copied!