নেপালে যাবে ভারতের ট্রেন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩, ২০২২, ১২:৫৪ এএম

নেপালে যাবে ভারতের ট্রেন

ভারত ও নেপালের মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেনের যাত্রা শুরু হলো। আজ শনিবার ভারতে সফররত নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে দুই দেশের মধ্যে এই রেল যোগাযোগব্যবস্থা চালু করলেন। দিল্লির হায়দরাবাদ হাউসে দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে এ রেলযাত্রার উদ্বোধন করেন।

ভারতের বিহার প্রদেশের জয়নগর থেকে ৩৫ কিলোমিটার দূরত্বের নেপালের কুরথা পর্যন্ত এ ব্রডগেজ ট্রেন চলবে। ৬১৯ কোটি টাকা ব্যয়ে গত বছর এই রেল প্রকল্পের কাজ শেষ হয়। একই সঙ্গে নেপালে চালু হলো ভারতীয় কার্ডের মাধ্যমে কেনাকাটা। এর আগে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও ভুটানে এমন কার্ড চালু হয়েছে।

 
Link copied!