প্রথমবারের মতো ভারত সফরে আসছেন প্রেসিডেন্ট জো বাইডেন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৩, ১১:৩৪ পিএম

প্রথমবারের মতো ভারত সফরে আসছেন প্রেসিডেন্ট জো বাইডেন

প্রথমবারের মতো ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সবকিছু ঠিকঠাক থাকলে পাঁচ মাস পর সেপ্টেম্বরেই তিনি ভারত সফরে আসবেন। বাইডেনের সফর ভারত-আমেরিকার দ্বিপাক্ষীয় সম্পর্কে নয়া মাত্রা যোগ করবে বলে আশাবাদ প্রকাশ করেছে হোয়াইট হাউস। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক রিপোর্টে এ কথা বলেছে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, ‘জি২০ লিডার্স সামিট’-এর আসরে হাজির থাকতে ভারত আসছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। 

ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শনিবার এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। 

প্রখ্যাত ওই মার্কিন কর্মকর্তার মতে, ভারত-আমেরিকা দ্বিপক্ষীয় সম্পর্কে নয়া যুগের সূচনা করতে চলেছে ২০২৩ সাল। তারই প্রথম প্রকাশ ঘটতে পারে সেপ্টেম্বরে জি২০ লিডার্স সামিটে। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর পাশাপাশি একই মঞ্চে উপস্থিত থাকতে চলেছেন বাইডেন।

ডোনাল্ড লু আরও বলেন, আমি জানি, আমাদের প্রেসিডেন্ট সেপ্টেম্বরে ভারত সফরে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। জি২০ লিডার্স সামিটে অংশ নেওয়ার মাধ্যমে এটাই তার প্রথম ভারত সফর হতে চলেছে। আগামী দিনের পারস্পরিক সম্পর্কে যা হতে যাচ্ছে, সেটা ভেবে আমরা এখনই রোমাঞ্চ অনুভব করছি। যোগ করেছেন মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু।

Link copied!