ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ৭২

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২৯, ২০২২, ০৬:০৩ পিএম

ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ৭২

গ্রীষ্মমণ্ডলীয় ঝড় নালজির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। এছাড়া, ১৪ জন নিখোঁজ ও ৩৩ জন আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

গতকাল শুক্রবার তল্লাশি ও উদ্ধারকারী দলগুলো বন্যার পানি ও ভূমিধসে নেমে আসা ঘন কাদার স্রোতের ভেতর থেকে বেশিরভাগ মৃতদেহ উদ্ধার করা হয়।

দেশটিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলীয় মাগিন্দানাও প্রদেশে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত মাগিন্দানাও প্রদেশে ৬৭ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, দক্ষিণাঞ্চলীয় সুলতান কুদারাত প্রদেশে ২ জন, কোতাবাতো প্রদেশ আরও দুইজন এবং মধ্যাঞ্চলীয় ভিসাইয়াস অঞ্চলে একজনের মৃত্য হয়েছে।  

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, শনিবার স্থানীয় সময় ভোররাতে পূর্বাঞ্চলীয় কাতানদুয়ানেস প্রদেশের উপকূল দিয়ে স্থলভাগে আঘাত হানে ঝড় নালজি। এ সময় ঝড়টি ঘণ্টায় একটানা সর্বোচ্চ ৯৫ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে বইছিল যা দমকা হাওয়া আকারে ১৬০ কিলোমিটার/ঘণ্টা পর্যন্ত বাড়ছিল।

ফিলিপাইনের আবহাওয়া দপ্তর জানিয়েছে,নালজি ঝড়ের প্রভাবে শনিবার রাজধানী ম্যানিলা ও এর নিকটবর্তী প্রদেশগুলোতে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

এছাড়া, বৃহত্তম লুজনের মধ্য দিয়ে  ঝড়টি দক্ষিণ চীন সাগরের দিকে এগিয়ে যাবে বলে ফিলিপাইনের কেন্দ্রীয় আবহাওয়া অফিস সর্বশেষ বুলেটিনে জানিয়েছে।

Link copied!