এপ্রিল ১৭, ২০২২, ১২:৫১ পিএম
লিবিয়া উপকূলে আবারও নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর সাবরাথার উপকূলে এ ঘটনা ঘটেছে।
শনিবার এ তথ্য জানিয়েছে আলজাজিরা। তবে কেন, কীভাবে এ ঘটনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, এ ঘটনায় ছয় জনের মরদেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন ২৯ জন। আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার জন্য এ রুট অত্যন্ত ভয়ংকর। ভূমধ্যসাগরের এই রুট অনেকদিন ধরেই ব্যবহার করছে ইউরোপগামীরা।
আলজাজিরা জানিয়েছে, চলতি বছর লিবিয়ায় নৌকাডুবিতে ৪৭৬ জনের মৃত্যু হয়েছে।