বন্দুক হামলায় রক্তাক্ত যুক্তরাষ্ট্রের জর্জিয়া, এক নারীসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৬, ২০২৩, ০৪:৩৯ পিএম

বন্দুক হামলায় রক্তাক্ত যুক্তরাষ্ট্রের জর্জিয়া, এক নারীসহ নিহত ৪

সংগৃহীত ছবি

বন্দুকধারীর গুলিতে রক্তাক্ত হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য জর্জিয়া। অঙ্গরাজ্যেটির ছোট হ্যাম্পটন শহরে বন্দুক হামলায় এক নারীসহ চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে এই হামলার ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি জর্জিয়া পুলিশ।

জর্জিয়া পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, এ হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলার পরপরই বন্দুকধারী পালিয়ে যায়। এই ঘটনার পর হ্যাম্পটনের বাসিন্দা আন্দ্রে লংমোর নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে তাকে গ্রেপ্তারে যেকোনো তথ্যের জন্য ১০ হাজার মার্কিন ডলার পুরষ্কারও ঘোষণা করা হয়েছে। নিহতদের কারও সাথে লংমোর কোনো সম্পর্ক ছিলো কিনা তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা। 

এর আগে, চলতি বছরের ২০ জানুয়ারি জর্জিয়ায় সাবেক এক সেনা সদস্যের গুলিতে ৬ জন নিহত হন। আহত হন আরও বেশ কয়েক জন।

Link copied!