বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রে ৩ স্কুল শিক্ষার্থী নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১, ২০২১, ০৯:৫৯ এএম

বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রে ৩ স্কুল শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের মিশিগানে বন্দুক হামলায় তিন স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় একজন শিক্ষকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে।

ওকল্যান্ড কাউন্টির আন্ডারশেরিফ মাইক ম্যাককেব এক সংবাদ সম্মেলনে বলেছেন, ১৫ বছর বয়সী সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তিনি আহত হননি।

ম্যাককেব বিকেলে সংবাদ ব্রিফিংয়ে বলেন, পুরো বিষয়টি পাঁচ মিনিট স্থায়ী হয়েছিল। অস্ত্রটি একটি আধা-স্বয়ংক্রিয় হ্যান্ডগান ছিল। হামলায় ১৪ ও ১৭ বছরের দুই কিশোরী নিহত হয়েছেন এবং আহত একজনের বয়স ১৬ বছর। আহতদের মধ্যে দুজনের অস্ত্রোপচার হয় মঙ্গলবার বিকেলে এবং তাদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি বলেন, প্রায় ১৫ থেকে ২০টি গুলি চালানো হয়েছিল। একজন বন্দুকধারী ছিলেন বলে মনে হচ্ছে। ঘটনার সময় স্কুলটিতে প্রায় হাজারখানেক শিক্ষার্থী ছিল। স্কুল ভবনের দক্ষিণ প্রান্তে গোলাগুলির ঘটনা ঘটে। 

উল্লেখ্য, অক্সফোর্ড স্কুলটি অক্সফোর্ড শহরের উত্তরে এবং ডেট্রয়েট শহর থেকে প্রায় ৪৫ মাইল উত্তরে অবস্থিত।

Link copied!