বাঁচার আকুতি জানিয়ে ধ্বংসস্তূপের নিচে থেকে বাঁচাও বাঁচাও আর্তনাদ

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১২:১০ এএম

বাঁচার আকুতি জানিয়ে ধ্বংসস্তূপের নিচে থেকে বাঁচাও বাঁচাও আর্তনাদ

শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা পড়ে আছেন অনেকে। তবে ধ্বংসস্তূপের নিচে থাকা অনেকে বাঁচার আকুতি জানিয়ে ভয়েস মেসেজ পাঠাচ্ছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি’র এক প্রতিবেদনে এমন ভয়াবহ ঘটনা তুলে ধরা হয়েছে।

ইস্তাম্বুলে কাজ করা সাংবাদিক ইব্রাহিম হাসকোলোগ্লু বিবিসিকে জানিয়েছেন, ধ্বংসস্তুপে আটকে পড়াদের বেশ কয়েকজন তিনি ও তার সহকর্মীদের কাছে বাঁচার আকুতি জানিয়ে ভয়েস মেসেজ পাঠিয়েছেন।

ইব্রাহিম বলেন, ‌‘মানুষজন এখনও ভবনের নিচে চাপা পড়ে আছে। তারা সাহায্য চায়।’

ইব্রাহিম মূলত ভূমিকম্প কবলিত মালাতিয়ার বাসিন্দা। তিনি জানিয়েছেন, শিগগিরই বাড়ি ফিরতে চান তিনি। ইব্রাহিম মানুষকে সাহায্য করতে চান।

ইব্রাহিম জানিয়েছেন, ধ্বংসস্তুপে আটকে থাকা মানুষেরা তাদের অবস্থান জানিয়ে তাকে ও অন্যান্য সাংবাদিকদের অডিও ও ভিডিও বার্তা পাঠাচ্ছে। 

আটকে পড়া মানুষরা বাঁচার জন্য সম্ভাব্য সব উপায় অবলম্ব করে সাহায্যের আবেদন জানাচ্ছে।

প্রসঙ্গত, শক্তিশালী ভূমিকম্পে তছনছ হয়ে গেছে তুরস্ক-সিরিয়ার বেশ কয়েকটি শহর। দেখলে মনে হবে যেনো ধ্বংসস্তুপ। উদ্ধার কাজ চলছে পুরোদমে। মৃত্যুমিছিলে যোগ হচ্ছে নতুন নতুন মরদেহ। এ পর্যন্ত কয়েক হাজার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই তুরষ্কের। দেশটিতে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, সিরিয়ায়ও লাফিয়ে বাড়ছে প্রাণহানির সংখ্যা। এমতাবস্থায়  দুই দেশে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ-ইউএসজিএস।

Link copied!