বাখমুত শহর দখলের আলটিমেটাম দিয়েছে রাশিয়ার ভাড়াটে বাহিনী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০১:৩৫ পিএম

বাখমুত শহর দখলের আলটিমেটাম দিয়েছে রাশিয়ার ভাড়াটে বাহিনী

ইউক্রেনে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর বাখমুতের দখল নিতে প্রচণ্ড হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। গতকাল শুক্রবার রাশিয়ার সবচেয়ে হাই-প্রোফাইল ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন জানিয়েছেন, দীর্ঘ-অবরুদ্ধ শহর বাখমুত শহর আসছে এপ্রিলের মধ্যেই মুক্ত হবে। এদিকে, ইউক্রেনের  বৃহত্তম তেল শোধনাগারসহ বেশক কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা।

রাশিযার বার্তা সংস্থা তাস’র প্রতিবেদনে বলা হয়, ভারি বোমাবর্ষণের প্যাটার্ন অনুসরণ করে রুশবাহিনী শুক্রবার ভোরের দিকে অন্তত ৩৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনের হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ইউক্রেনিয় বিমানবাহিনীর পক্ষ থেকে বলা হয়, রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্রগুলো ক্রেমেনচুক শোধনাগারসহ ইউক্রেন বিভিন্ন স্থানে আঘাত হানে। ১৬টি ক্ষেপণাস্ত্র গুলি করে নামানো হয়েছে বলেও দাবি  ইউক্রেনিয়া বিমান বাহিনীর।

কেন বাখমুত শহর এত গুরুত্বপূর্ণ?

দোনেৎস্কের ছোট শহর বাখমুত ইউক্রেনের শিল্প কেন্দ্রস্থল দোনবাসের অংশ।  বাখমুতের নিয়ন্ত্রণ রাশিয়াকে আরও পশ্চিমের দুটি বড় শহর ক্রামতোর্স্ক এবং স্লোভিয়ানস্ক অগ্রসর হওয়ার জন্য অতিরিক্ত সুবিধা দেবে।

পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলেছেন, শহরটির দখল নিতে পারা রাশিয়ার জন্য পরে লাভজনকই হবে। বাখমুতে একটি ‘ভূগর্ভস্থ শহর’ রয়েছে, যেখানে সেনা ও ট্যাঙ্ক নিরাপদে রাখা যায়।

ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন জানান,  কেকের উপর থাকা চেরি হল সোলেদার এবং বাখমুতের খনিগুলোর সিস্টেম, যা আসলে ভূগর্ভস্থ শহরগুলির একটি নেটওয়ার্ক। ৮০ থেকে ১০০ কিলোমিটার গভীরতার এসব টানেলগুলো সেনাবাহিনীর একটি বড় দলকে ধারণ করার ক্ষমতা রাখে। পাশাপাশি ট্যাঙ্ক এবং পদাতিক যোদ্ধা সেখান দিয়ে চলাচল করতে পারে।’

 

প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বাখমুতের ভূগর্ভস্থ কমপ্লেক্সে অস্ত্রের মজুদ রাখা হয়েছিল। এ এলাকার বিশাল লবণ এবং অন্যান্য খনির মধ্যে ১০০ মাইলেরও বেশি সংযোগ টানেল রয়েছে।  বাখমুতের ভূগর্ভস্থ কক্ষে একসময় ফুটবল ম্যাচ এবং শাস্ত্রীয় সঙ্গীতের কনসার্টের আয়োজন করা হতো।

Link copied!