যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাম বিচের মার-আ-লাগো বাড়ি থেকে জব্দ করা নথিপত্র ফেরত দেওয়ার জন্য মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, এই ধরনের কাগজপত্র বা তাঁর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টি আইনগতভাবে সুরক্ষিত এবং এটি রাষ্ট্রের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রাপ্ত সুবিধা।
বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের হাতে যে সমস্ত রাষ্ট্রীয় গোপন নথিপত্র ছিল তা কোন ভুল হাতে পড়লে আমেরিকার জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকিতে পড়তে পারে বলে দেশটির সরকারি কর্মকর্তারা উদ্বিগ্ন ছিলেন।
এই সমস্ত গোপন নথি উদ্ধারের জন্য গত সোমবার এফবিআইয়ের সদস্যরা ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে নজিরবিহীনভাবে তল্লাশি চালায় এবং সেখান থেকে ১১ সেট রাষ্ট্রীয় গোপন নথিপত্র জব্দ করে। এই তল্লাশি সম্পর্কে অনেকটা তাচ্ছিল্য করে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগের মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে লিখেছেন, "বাহ! চমৎকার"।
তিনি বলেন, “জানতে পারলাম এফবিআই আমার মার-আ-লাগো সুন্দর বাড়িতে অভিযান চালিয়ে আইনগতভাবে সুরক্ষিত বাক্স এবং নির্বাহী সুবিধাপ্রাপ্ত জিনিসপত্রগুলো নিয়ে গেছে, যদিও তারা জানে এগুলো নেয়া উচিত নয়। এই সমস্ত নথিপত্র দ্রুত ফেরত দেয়ার জন্য আমি শ্রদ্ধার সাথে তাদেরকে অনুরোধ জানাচ্ছি, তারা যেখান থেকে এসব নথিপত্র নিয়ে গেছে তাদেরকে সেখানে এগুলো ফেরত দিয়ে আসতে হবে।”
শনিবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআই ট্রাম্পের বাড়ি থেকে পাঁচ বাক্স নথিপত্র জব্দ করেছে। নির্বাহী সুবিধাপ্রাপ্তির কারণে এর মধ্যে কিছু কিছু রেকর্ড গোপন রাখা হবে।
ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, গত সোমবার ট্রাম্পের বাড়িতে এফবিআই যে অভিযান চালিয়েছে তার মূল লক্ষ্য ছিল পরমাণু সংক্রান্ত গোপন নথিপত্র উদ্ধার করা। এর জবাবে ট্রাম্প বলেছেন, পরমাণু অস্ত্রের বিষয়টি একটি ধোঁকাবাজি।