বারে সংঘর্ষের পর লাগানো আগুনে ১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২২, ০৫:১৭ পিএম

বারে সংঘর্ষের পর লাগানো আগুনে ১৯ জনের মৃত্যু

এলাকায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্যাং গ্রুপের গোলাগুলি ও ভাঙচুরের পর একটি বারে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ায় এ ঘটনা ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা করছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। খবর বিবিসি ও রয়টার্সের।

মঙ্গলবার প্রাদেশিক রাজধানী সোরংয়ের পুলিশ প্রশাসন জানায়, মঙ্গলবার ভোরের দিকে এক ব্যক্তিকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করার পর ওই স্থানে প্রতিপক্ষের লোকজন আগুন লাগিয়ে দিলে ১৮ জন আটকা পড়েন।

পশ্চিম পুলিশের মুখপাত্র এডাম এরউইনি স্থানীয় মেট্রো টিভিকে বলেন, শহরে যুবকদের মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়, তবে এত প্রাণহানি এই প্রথম।

এডাম বলেন, “সোরংয়ের বিনোদন কেন্দ্রের এই রক্তক্ষয়ী ঘটনা তদন্ত করা হচ্ছে এবং নিহতের সংখ্যা আরও বাড়বে কিনা এখনও স্পষ্ট করা বলা যাচ্ছে না।”

এদিকে, ইন্দোনেশিয়া পুলিশের মুখপাত্র দেদি প্রসেত্তো জানান, পার্শ্ববর্তী মালুকু দ্বীপ থেকে আসা দুই গ্যাংয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি জানান।

Link copied!