বিজেপির নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২১, ২০২১, ০৪:৪৪ পিএম

বিজেপির নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ

বিধানসভা নির্বাচনের এক সপ্তাহ বাকি, এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপির) জোর চেষ্টা করছে। আজ নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিজেপি। এসময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে।

নির্বাচনকে সামনে রেখে একের পর এক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ সফরে আসছেন। শনিবার (২০ মার্চ) খড়গপুরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রবিবার (২১ মার্চ) অমিত শাহের সভা রয়েছে এগরাতে। বিকেলের দিকে রাজনৈতিক জনসভা করবেন তিনি। তার উপস্থিতিতেই ইশতেহার ঘোষনা করা হবে।

বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় জানান, অমিত শাহ পূর্ব মেদিনীপুরের এগরার পাল্লিঘাই স্কুল গ্রাউন্ডে সভা করবেন। তারপর তিনি মেচেদায় জেলার ডিভিশনাল অফিসে কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায় ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে তিনি দলীয়  ইশতেহারে  ঘোষণা করবেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য দেয়া এই  ইশতেহারে  একাধিক বিষয় উঠে আসতে পারে।

জানা গেছে, বিজেপির ইশতেহারে সরকারি চাকরিতে নারীদের জন্য সুবিধার কথা থাকতে পারে। সরকারি ক্ষেত্রে নারীদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণের প্রতিশ্রুতি থাকতে পারে  ইশতেহারে । এছাড়া তফশিলি জাতি ও উপজাতি শ্রেণী ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের জন্যও একাধিক সুযোগের কথা ইশতেহারে থাকতে পারে। ইতোমধ্যেই অমিত শাহ বলেছেন, এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন চালু হবে। এই কথাও  ইশতেহারে  তোলা হতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্র:আনন্দবাজার।

 

 

Link copied!