বিতর্কিত বক্তব্যের জেরে আরও এক মসজিদ বন্ধ করল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২১, ০৫:২৭ এএম

বিতর্কিত বক্তব্যের জেরে আরও এক মসজিদ বন্ধ করল ফ্রান্স

‘জিহাদকে রক্ষা কর’- ইমামের এমন বক্তব্যের পর উত্তর ফরাসি অঞ্চল ওয়েসে একটি মসজিদ বন্ধ করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মসজিদের ইমাম চরমপন্থী মতাদর্শ ছড়াচ্ছেন এমন অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের কর্তৃপক্ষ।

মসজিদটি বুভেইস শহরে অবস্থিত। প্যারিসের প্রায় ১০০ কিলোমিটার উত্তরের এই শহরটিতে ৫০ হাজার মানুষ বাস করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই মসজিদটি ৬ মাসের জন্য বন্ধ থাকবে।

মসজিদের ইমামের বক্তব্যের মাধ্যমে ঘৃণা, সহিংসতায় উস্কানি ছড়ানো এবং ‘জিহাদের পক্ষে সাফাই’ গেয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এর দুই সপ্তাহ আগে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছিলেন, নিজের খুতবায় ‘খ্রিস্টান, সমকামী ও ইহুদিদের’ টার্গেট করে বক্তব্য দিচ্ছেন মসজিদের ইমাম। তিনি বলেন, এটি ‘অগ্রহণযোগ্য’।

Link copied!