বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে ইভিএম জালিয়াতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৭, ২০২১, ০৬:৪২ পিএম

বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে ইভিএম জালিয়াতির অভিযোগ

পশ্চিমবঙ্গের দক্ষিণ কাঁথির মাজনায় বিজেপির বিরুদ্ধে ইভিএম জালিয়াতির অভিযোগ করে বিক্ষোভে নেমেছে ভোটাররা। তাদেও দাবি, যে দলের প্রার্থীকে ভোট দিচ্ছেন সেখানে ভোট পড়ছে না, ইভিএমে  ভোট দিলেই তা বিজেপিতে পড়ছে।

এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ভোটকেন্দ্রের দরজা বন্ধ রাখা হয়েছে। ভোটকেন্দ্রের সামনে জড়ো হয়েছেন প্রচুর মানুষ। বিক্ষোভের জেরে ভোটদান বেশ কিছুক্ষণ বন্ধ থাকে।

প্রিসাইডিং অফিসার অবশ্য জানান, এই অভিযোগ সঠিক নয়।  ভোটাররা ভিভিপ্যাট দেখেছেন। তা সত্ত্বেও বিক্ষোভ দেখানো হচ্ছে। ভোটারদের বিক্ষোভ যাতে অপ্রীতিকর কোনও পরিস্থিতির তৈরি না নয়, সেই জন্যই বাধ্য হয়ে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। ভোট কেন্দ্রের ভেতরেই ছিলেন ভোটকর্মী ও রাজনৈতিক দলগুলির এজেন্টরা।

এদিকে বিক্ষোভকারী ভোটাররা দাবি জানান, এখানে এখনও পর্যন্ত যে ভোটদান হয়েছে, তা বাতিল করে ফের ভোটগ্রহণ করা হোক।

বিক্ষোভের জেরে মাজনায় দুটি  বুথে ভোটদান বন্ধ হয়ে যায়। রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। ইভিএমে কারচুপির অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন জানিয়েছে, ইভিএমে কারচুপি সম্ভব নয়। সাড়ে তিন ঘণ্টা পর মাজনায় ভোটগ্রহণ ফের হয়।

এর আগে প্রথম দফার ভোটের শুরুতেই বিপত্তি  দেখা যায় কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্রে । কাঁথি দক্ষিণ বিধানসভার ক্ষেত্রমোহন বিদ্যাভবনে চারটি বুথের মধ্যে তিনটি বুথের ইভিএম বিকল হয়ে যায় বলে। যার জেরে সকাল থেকে লম্বা লাইন। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন প্রিসাইডিং অফিসার।

সূত্র: এবিপি আনন্দ

Link copied!