জানুয়ারি ২৫, ২০২২, ০১:১৪ পিএম
করোনাভাইরাসের অতিমাত্রার সংক্রমণ মোকাবিলায় জারি করা বিধিনিষেধ ভঙ্গ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে নিজের জন্মদিন পালনে পার্টি করার অভিয়োগ উঠেছে।
দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ওমিক্রনের দাপটে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় যুক্তরাজ্যে যেখানে নানাবিধ বিধিনিষেধ চলছে, ঠিক সেই সময়ে সরকারি বাসস্থান ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বরিসের বিরুদ্ধে জন্মদিন পালনের নতুন অভিযোগ উঠলো।
এর আগেও, বরিস জনসনের বিরুদ্ধে করোনার বিধি ভেঙে পার্টি করার অভিযোগ উঠেছে। ওটি অবশ্য অফিস পার্টি হলেও সেই অভিযোগ নিয়ে সরকারি পর্যায়ে এখনও তদন্ত চলছে। ওই তদন্ত শেষ না হতেই এবার নিজের সরকারি জন্মদিনের পার্টি করার অভিযোগ উঠল।
লকডাউনে সব ধরনের পার্টি করা যখন নিষিদ্ধ ছিল, তখন ২০২০ সালের জুন মাসে জনসন জন্মদিনের পার্টি করেন। সেখানে ৩০ জন আমন্ত্রিত উপস্থিত ছিলেন। স্থানীয় টেলিভিশন চ্যানেল আইটিভি ওই পার্টির খবর ফাঁস করে দেয়।
বরিস জনসনের পার্টি
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তখনো ক্যারি সাইমন্ডসকে বিয়ে করেননি। ক্যারিই ১৯ জুন জনসনের ৫৬তম জন্মদিনের পার্টির আয়োজন করেন। ওই পার্টিতে ৩০ জন কর্মী যোগ দিয়েছিলেন।
রিপোর্ট অনুযায়ী, পার্টি আধধণ্টা চলেছিল বলে অভিযোগ। জনসনের জন্য ক্যারি একটা কেক এনেছিলেন। উপস্থিত সকলে হ্যাপি বার্থডে গান করেন। ওই সময় মাত্র ছয়জন একসঙ্গে সমবেত হতে পারতেন। ঘরের ভিতরে জমায়েত পুরোপুরি নিষিদ্ধ ছিল।
ডাউনিং স্ট্রিট জানিয়েছে, একটা বৈঠকের পর কর্মীরা সামান্য সময়ের জন্য সমবেত হয়েছিলেন। জনসন সেখানে মিনিট দশেক ছিলেন। তিনি সন্ধ্যায় আরেকটি পার্টি করেছিলেন বলে অভিযোগ অস্বীকার করেছে তাঁর অফিস।
ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, তিনি দফায় দফায় পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে মিলিত হয়েছিলেন।
প্রধানমন্ত্রীর অফিস বিবৃতি দিয়ে জানিয়েছে, ''১০ ডাউনিং স্ট্রিটে একদল কর্মী সামান্য সময়ের জন্য ক্যাবিনেট রুমে মিলিত হন। তারা প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানান। জনসন সেখানে দশ মিনটেরও কম সময় ছিলেন।''
লকডাউনের পার্টি
বরিস জনসনের বিরুদ্ধে সর্বশেষ অভিযোগ হলো লকডাউনে পার্টি করা। ২০২০ সালের ২০ মে এই পার্টি হয়েছিল। দুই সপ্তাহ আগে জনসন 'নিজের মদ নিজে আনো' পার্টির জন্য পার্লামেন্টে ক্ষমা চেয়েছেন।
জনসন জানিয়েছেন, তিনি ভেবেছিলেন, ওই পার্টিটি আসলে তার কাজের অঙ্গ।
পরে জানা যায়, রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টির আগেও ডাউনিং স্ট্রিটের কর্মীরা দুইটি আলাদা পার্টি করেছিলেন। জনসন যখন দেশের নেতা হিসাবে তার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে হিমশিম খাচ্ছেন, তখনই নতুন করে তার বিরুদ্ধে অভিযোগ আসলো।