এপ্রিল ১০, ২০২৩, ০২:৩৬ পিএম
শ্রদ্ধা জানাতে আসা একটি শিশুকে ঠোঁটে চুমু খাওয়ার ঘটনায় বিতর্কের পর ক্ষমা চাইলেন তিব্বতের বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা। বিপাকে পড়ে শেষ পর্যন্ত শিশুটির পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। আজ সোমবার সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক শিশুর ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করছেন নোবেলজয়ী দালাই লামা। এ ছাড়া নিজের জিহ্বা বের করে ওই শিশুটিকে তা চুষতে বলেন তিনি। এক পর্যায়ে শিশুটির দিকে ঝুঁকে যান।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় ওঠে দালাই লামার বিরুদ্ধে। এটিকে শিশুদের প্রতি যৌনতা বলে সমালোচনা করেন অনেকে।
প্রসঙ্গত, ভারতের ধর্মশালায় বৌদ্ধ ধর্মীয় এক আচার অনুষ্ঠানে তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাইলামা ওই শিশুকে ঠোঁটে চুমু দেন। সেই মঞ্চে অন্যরাও উপস্থিত ছিলেন। সেই ঘটনা নিয়ে তিব্বতের শীর্ষ বৌদ্ধ ধর্মীয় এই নেতার বিরুদ্ধে 'পেডোফিলিয়া' বা শিশুদের প্রতি যৌন নিপিড়নের অভিযোগ তোলেন কেউ। ভিডিওটি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
ঘটনাটি গত সপ্তাহের। সেই সময় তিব্বতের শীর্ষ মন্দিরের ধর্মশালায় বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীরা তাদের শীর্ষ ধর্মগুরু দালাইলামা'র দীর্ঘ জীবন কামনায় এক প্রার্থনা সভায় অংশ নেয়।
চীনের অভিযান এড়াতে দালাই লামা ১৯৫৯ সালে নিজ জন্মভূমি ছেড়ে পালিয়ে এসে ভারতের পূর্বাঞ্চলে পার্বত্য অঞ্চল ম্যাকলিয়ডগন্জের ধর্মশালায় বসবাস শুরু করেন। এখানেই তাঁর ধর্মীয় কার্যকলাপ পরিচালিত হয়।