শেষ হাসি আমিই হাসবো: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৪, ২০২২, ১০:০৫ পিএম

শেষ হাসি আমিই হাসবো:  ইমরান খান

শেষ হাসি তিনিই হাসবেন-এমনটাই মনে করছেন অনাস্থা ভোটের মুখে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, বিরোধিরা যে উদ্দেশ্য নিয়ে পার্লামেন্টে তার বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করতে যাচ্ছে তাদের সে উদ্দেশ্য সফল হবে না। সঠিক সময়ে নিজের ট্রাম্প কার্ড দেখানোর কথাও জানিয়েছেন তেহরিক-ই-ইনসাফ পার্টির নেতা একসময়ের জনপ্রিয় ক্রিকেটার ইমরান। পিকচারাসে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেছেন। পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে সাংবাদিকদের ইমরান বলেন, ‘পদত্যাগের কোন প্রশ্নই আসে না। মূলত পাকিস্তানের একটি চোরের দল বহুদিন ধরে তৈরি হয়েছে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের জন্য ২৫ মার্চ শুক্রবার পার্লামেন্টে গুরুত্বপূর্ণ অধিবেশন আহ্বান করেছেন স্পিকার আসাদ কায়সার।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০১৮ সালে ইমরান খান ক্ষমতায় আসার পর থেকে এবারের অনাস্থা প্রস্তাবটিকে তাঁর জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ মাসেই বিরোধী দলের জোটের পক্ষ থেকে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। বিরোধী দলগুলোর দাবি, পার্লামেন্টে ইমরান খান সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের এক ডজনের বেশি সদস্য এখন তাঁর পাশে নেই। এমনকি তাঁর সরকারের জোট শরিকেরাও বিরোধী দলের প্রতি ঝুঁকেছেন।

Link copied!