বিশ্বে করোনায় আক্রান্ত ১৯ কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৭, ২০২১, ০৩:৩৯ পিএম

বিশ্বে করোনায় আক্রান্ত ১৯ কোটি মানুষ

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দৈনিক মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে তালিকায় শীর্ষে অবস্থান করছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে দৈনিক মৃত্যুর সংখ্যা হাজারের ওপরে রয়েছে। শনাক্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্র রয়েছে দ্বিতীয় স্থানে। দেশটিতে শনিবার (১৭ জুলাই) একদিনে ৪২ হাজার ৭০১ জন করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তের দিক দিয়ে ভারতের অবস্থান তৃতীয় হলেও মৃত্যুর দিক দিয়ে দেশটি রয়েছে দ্বিতীয় স্থানে। বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ কোটি মানুষ।

ব্রাজিল

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি,দৈনিক মৃত্যুর দিক দিয়ে বিশ্বের দেশগুলোর তালিকার মধ্যে শীর্ষ স্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে শনিবার (১৭ জুলাই) পর্যন্ত ৫ লাখ ৪০ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) পর্যন্ত এই সংখ্যা ছিল ৫ লাখ ৩৯ হাজার ৫০। এই হিসেবে শনিবার গত ২৪ ঘন্টায় দেশটিতে ১ হাজার ৪৫০ জন মারা গেছেন। 

করোনায় আক্রান্ত হিসেবে দেশটিতে দৈনিক শনাক্তের সংখ্যাও গতকালের তুলনায় বেড়ে গেছে। ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, শনিবার (১৭ জুলাই) পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৯৩ লাখ ৮ হাজার ১০৯ জন। শুক্রবার পর্যন্ত এই সংখ্যা ছিল ১ কোটি ৯২ লাখ ৬২ হাজার ৫১৮ জন। এই হিসেবে শনিবার গত ২৪ ঘন্টায় ৪৫ হাজার ৫৯১ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

ভারত

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি দৈনিক মৃত্যুর দিক দিয়ে ব্রাজিলের পরই ভারতের অবস্থান। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক এই দেশটিতে শনিবার (১৭ জুলাই) পর্যন্ত ৪ লাখ ১৩ হাজার ১২৩ জন মারা গেছেন। শুক্রবার পর্যন্ত দেশটিতে ৪ লাখ ১২ হাজার ৫৬৩ জন মারা যায়। এই হিসেবে শনিবার গত ২৪ ঘন্টায় দেশটিতে ৫৬০ জন মারা গেছেন।

করোনায় দেশটিতে দৈনিক শনাক্তের সংখ্যাও ধীরে ধীরে কমে আসছে। শনিবার (১৭ জুলাই) পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ১০ লাখ ৬৩ হাজার ৯৮৭ জন। শুক্রবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৩ কোটি ১০ লাখ ২৫ হাজার ৮৭৫। এই হিসেবে শনিবার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৮ হাজার ১১২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।

Link copied!