সেপ্টেম্বর ১২, ২০২১, ১২:২৬ এএম
জলবায়ু পরিবর্তন কেবল যে মানুষকেই ক্ষতিগ্রস্ত করছে এমন নয়। জলবায়ুর বৈশ্বিক উষ্ণায়নের ফলে বদলে যাচ্ছে অনেক প্রাণীর আকার আকৃতি। বিশেষ করে উষ্ণ রক্ত বিশিষ্ট কিছুর পাখির আকারে বেশ পরিবর্তন এসেছে। যেমন বেশ কিছু প্রজাতির পাখির পা, ঠোঁট, পাখা এমনকি কানের গড়নেও এসেছে পরিবর্তন। অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের গবেষক সারা রেইডিং এর এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
সারা জানাচ্ছেন,‘সারা বিশ্বে যখন জলবায়ু পরিবর্তন নিয়ে কথা হচ্ছে তখন কেবল সবাই মানুষেকে কেন্দ্র করে চিন্তা করছে। অন্যান্য প্রজাতির প্রাণীদের নিয়ে কেউই ভাবছে না। কিন্তু আমাদের এখনই উপযুক্ত সময় অন্য প্রজাতির প্রাণীদের নিয়ে ভাবার’। তিনি আরো বলেন, আমরা বৈশ্বিক উষ্ণতার যে সমস্যা তৈরি করেছি তার প্রভাব অন্য প্রাণীদের ওপর কেমন হবে তা আমাদের নতুন করে ভাবতে হবে। এই বৈশ্বিক উষ্ণতা আমাদের অন্যান্য প্রজাতির ওপর ভয়াবহ চাপ তৈরি করছে। কিছু প্রজাতি এই চাপ সহ্য করতে না পেরে হারিয়ে যাচ্ছে আবার কিছু প্রজাতি নিজেদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে অভিযোজিত হচ্ছে’।
সারা তারা গবেষণাপত্রে আরো বলেন, ‘জলবায়ু পরিবর্তন একটি বহুমুখী বিষয়। ঠিক কোন কারণে কিছু পাখির আকার-আকৃতি বদলে যাচ্ছে তা নির্দিষ্ট করে বলা কঠিন। বিশ্বের একটি বিরাট অংশজুড়ে চলছে এই আকার আকৃতির পরিবর্তন।
জলবায়ু পরিবর্তনের কারণে দৈহিক পরিবর্তন সবচেয়ে বেশি ঘটেছে পাখির মধ্যে। অস্ট্রেলিয়ান কয়েকটি প্রজাতির টিয়া পাখির আকার ১৮৭১ সালে যা ছিলো বর্তমানে সেই একই প্রজাতির পাখির আকার বৃদ্ধি পেয়েছে প্রায় ৪ থেকে ১০ শতাংশ। সারা তার গবেষণায় দেখেছেন, টিয়া পাখিগুলোর এই আকার বৃদ্ধির সাথে তাপমাত্রা বৃদ্ধির একটি যোগসূত্র রয়েছে। এছাড়াও উত্তর আমেরিকার ছোট আকারের পাখি জুনকোর ঠোঁটের আকারও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। জুনকোর ঠোঁটের আকার বৃদ্ধির সাথেও তাপমাত্রা বৃদ্ধির সম্পর্ক খুঁজে পেয়েছেন গবেষকরা।
এই জুনকো পাখির ঠোঁটের আকার আগের চেয়ে প্রায় ১০ শতাংশ বেড়েছে। তবে পাখিটি আকারে বেশ ছোট হওয়ায় তার চঞ্চু বা ঠোঁট ১০ শতাংশ বাড়লেও তা সহজেই সাধারণ মানুষের নজরে পড়ে না।
সারা বলেন, পাখিদের বিভিন্ন অঙ্গের আকৃতি বাড়ছে বলে এটা মনে করার কোন কারণ নেই যে তারা পরিবর্তিত পরিবেশের সাথে তাল মেলাচ্ছে। বরং তারা এই প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য নিজেদের বদলে নেওয়ার চেষ্টা করছে। সারা আরো জানাচ্ছেন, ‘আমরা এখনো জানিনা যে, এই ধরণের পরিবর্তনের ফলে পরিবেশে কি ধরণের প্রভাব পড়তে পারে। তবে এটা নিশ্চিত যে এসব প্রজাতি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে তাদের বদলে নেওয়ার ক্ষমতা রাখে বা তারা বদলে যেতে বাধ্য হচ্ছে’।
সূত্র: সায়েন্স ডেইলি