ব্যবসা বিক্রি করে মিয়ানমার ছাড়ছে টেলিনর

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৯, ২০২১, ১২:০১ এএম

ব্যবসা বিক্রি করে মিয়ানমার ছাড়ছে টেলিনর

নরওয়ের বহুজাতিক কোম্পানি টেলিনর তাদের মিয়ানমারের ব্যবসা সাড়ে ১০ কোটি ডলারে লেবানিজ ইনভেস্টমেন্ট ফার্ম এমওয়ান গ্রুপের কাছে বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে। বৃহস্পতিবার (৮ জুলাই) টেলিনরের পক্ষ থেকেই এই ঘোষণা দেয়া হয়েছে।

গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। তারপর থেকেই দেশজুড়ে চলছে বিক্ষোভ-প্রতিবাদ। বিক্ষোভ দমাতে টেলিযোগাযোগ নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে দেশটির জান্তা সরকার। এ পরিস্থিতিতে সেখানে ব্যবসার ভবিষ্যত নিয়ে সঙ্কট দেখা দেয়ায় মিয়ানমার ছাড়ার ঘোষণা দিল টেলিনর।

এক বিবৃতিতে টেলিনরের পক্ষ থেকে বলা হয়েছে, ‌‌‌‌পরিস্থিতির আরও অবনতি হওয়ায় এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণেই কোম্পানি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। মিয়ানমারে শীর্ষ বিদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম টেলিনর।

এক দশক আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার সামরিক শাসনের কবল থেকে গণতন্ত্রের পথে চলতে শুরু করে। সেসময় ঝুঁকি নিয়ে পশ্চিমের হাতেগোনা যে কয়টি কোম্পানি মিয়ানমারে বিনিয়োগ করেছিল সেগুলোর মধ্যে অন্যতম টেলিনর। কিন্তু এখন বাধ্য হয়েই তাদের মিয়ানমার ছাড়তে হচ্ছে।

এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ভারতের বাজার থেকে নিজেদের ব্যবসায় গুটিয়ে নেয় টেলিনর গ্রুপ। সেসময় ভারতের বাজারে মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিল্যায়ান্স জিও’র সঙ্গে তীব্র প্রতিযোগিতা ও চাপের মুখে কুলিয়ে উঠতে না পারায় নরওয়ের এই প্রতিষ্ঠান তাদের ব্যবসা ভারতী এয়ারটেলের কাছে বিক্রির ঘোষণা দেয়।

সূত্র: রয়টার্স।

Link copied!