ব্যারাকে ফিরছেন রুশ সৈন্যরা, আপাতত হচ্ছে না হামলা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৬:০৪ পিএম

ব্যারাকে ফিরছেন রুশ সৈন্যরা, আপাতত হচ্ছে না হামলা

আপাতত ইউক্রেনে হামলা চালাচ্ছে না রাশিয়া। রুশ হুমকির মুখে ইউক্রেন ন্যাটোর সদস্য হওয়ার ইচ্ছা প্রত্যাহার করায় ইউক্রেন সীমান্তের কাছ থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে রাশিয়া। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, সৈন্যদের সামরিক প্রশিক্ষণের মাঝপথে কিছু সৈন্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়েছে।

 

সীমান্তের কাছে রুশ সৈন্যদের এ মহড়া শেষ  হওয়ার কথা ২০ ফেব্রুয়ারী। সম্প্রতি ইউক্রেন ন্যাটোর সদস্য হওয়ার চেষ্টা শুরু করলে সীমান্তে সৈন্য বাড়ায় রাশিয়া। এ নিয়ে গত ১ সপ্তাহ ধরে অস্থিরতা বিরাজ করছিলো। যদিও সৈন্যরা ব্যারাকে ফিরে গেছে এমন নিশ্চয়তার আগে হুমকি থেকেই যাচ্ছে বলে আশংকা করছে কিয়েভ। 

সম্প্রতি লন্ডনে ইউক্রেনের রাষ্ট্রদূত ভিদিম পিরিসতাইকো জানান, পরিস্থিতি দিনদিন যুদ্ধের দিকে যাওয়ায় ন্যাটোর সদস্য হওয়ার উচ্চাকাঙ্খা থেকে সরে আসছে কিয়েভ। এই ঘোষণার দুদিন পরই সীমান্ত থেকে সৈন্য সরাতে শুরু করলো রাশিয়া।

সম্প্রতি ইউক্রেনের নাকের ডগায় ১ লক্ষাধিক রুশ সেনা মোতায়েনের পর থেকেই গোটা ইউরোপজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইউক্রেন যাতে আমেরিকা ও পূর্ব  ইউরোপের ৩০টি দেশের সামরিক সংগঠন ন্যাটোর সদস্য হতে না পারে সেজন্য দাবি করে আসছিলো রাশিয়া।  রাশিয়ার আশংকা, ন্যাটোজোটভুক্ত হয়ে দেশটি থেকে আলাদা করে ফেলা ক্রিমিয়াকে আবারো দখলে নিতে রাশিয়ার বিরুদ্ধে অভিযান চালাতে পারে ইউক্রেন।

চলমান এ ইস্যুতে কূটনৈতিক আলোচনায় যুক্ত হয় পশ্চিমা পরাশক্তি যুক্তরাষ্ট্র। মস্কো ও কিয়েভ সফর করেন ফ্রান্স প্রেসিডেন্ট এমুনুয়েল ম্যাকরন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে পরিস্থিতি স্বাভাবিক করতে আহবান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলোদিমির জেলেস্কি ফোনে কথা বলেন বাইডেনের সঙ্গে।   

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্ররো কুলেবা বলেছেন, দ্বিপক্ষীয় আলোচনার পরে ইউক্রেনে হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে রাশিয়া। রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুক্রপাত্র মারিয়া জ্যাকহারোভা জানিয়েছেন, সৈন্য ব্যারাকে ফিরে আসায়, ইউক্রেনের রাশিয়া হামলা চালাচ্ছে পশ্চিমাদের এমন বক্তব্য অসাড় হিসেবে প্রমাণিত হলো। 

 

আরও পড়তে পারেন-

ইউক্রেনে রাশিয়া হামলা চালাবে না-মনে করে কিয়েভ

Link copied!