ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা, ঘোষণা দিলেন দুর্নীতি বন্ধের

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২, ২০২৩, ০৮:৫৩ এএম

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা, ঘোষণা দিলেন দুর্নীতি বন্ধের

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন লুই ইনাসিও লুলা দা সিলভা। তিনি তৃতীয়বারের মতো দেশটির রাষ্ট্রপ্রধানের দায়িত্বে নিয়োজিত হলেন। রবিবার তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

শপথ গ্রহণের পর লুলার প্রতিশ্রুতি, তিনি ব্রাজিলকে ‘নতুন করে গড়ে তুলবেন’, লড়বেন পরিবেশ আর দরিদ্রদের জন্য।

বিবিসি জানিয়েছে, এসময় ব্রাজিলের সদ্য প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলে ও সাবেক পোপ বেনেডিক্ট ষোড়শের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

লুলা বলেন, ব্রাজিলের পড়তির দিকে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে কাজ করবে তাঁর সরকার। একইসঙ্গে স্বাস্থ্য, শিক্ষা ও বিজ্ঞান খাতে অর্থায়নের যে ঘাটতি আছে তা পূরণে চেষ্টা করা হবে। রুখে দেওয়া হবে ব্যক্তিগত লাভের জন্য দেশের সম্পদ লুণ্ঠন।

লুলার শপথ গ্রহণকে কেন্দ্র করে স্থানীয় সময় রবিবার সকালেই স্থানীয় রাজপথগুলোতে নেমে আসেন তার সমর্থকরা। সাম্বা নৃত্যে লুলাকে বরণ করে নেন তারা।

এর আগে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন ৭৭ বছর বয়সী লুলা।

তবে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো অবশ্য শপথ অনুষ্ঠানে থাকেননি। গত শুক্রবার তিনি ব্রাজিল ছেড়ে গেছেন।

Link copied!